সদরপুরে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, খোলা আকাশের নিচে দিনমজুর পরিবার

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। ঘর হারিয়ে অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে।
শুক্রবার (২৭ জুন) সকালে সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মান্নান সর্দার সদর ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের ৭ নম্বার ওয়ার্ডের মৃত নালু সর্দারের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী রকি খাঁন বলেন, বাড়িতে আগুন দেখে আমরা ছুটে আসি। তবে আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। আগুনের তাপের কারণে আমরা কাছে যেতে পারেনি। এতে পরিবারটির ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিলো পুড়ে ছাই হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের তাপের জন্য ঘর থেকেই কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, খাতা-কলম, টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
ক্ষতিগ্রম্ত মান্নান সর্দার বলেন, ঘরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। পরনের লুঙ্গি ছাড়া সবকিছু পুড়ে গেছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
মান্নান সর্দারের স্ত্রী রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুন দেখে বাড়িতে ছুটে এসে দেখি সব পুড়ে গেছে। থাকার মতো আমাগো আর কোন জায়গা নেই। আমরা খুব গরিব-অসহায়। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রব মোল্লা বলেন, মান্নানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে । এতে তিনি পথে বসে গেছেন । বর্তমানে তাঁর ঘরে একমুঠো চাল পর্যন্ত নেই । নেই কোন আসবাবপত্র । জীবন যাপনের জন্য তাঁর সাহায্যের প্রয়োজন।
সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম বলেন, বিষয়টি আমি ইতিমধ্যে জানতে পারলাম, রবিবারে আমাদের দপ্তর থেকে তাকে পুনর্বাসনের চেষ্টা করবো।
আপনার মতামত লিখুন
Array