সদরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ৪ হাজার রোগী
মো. রোকনুজ্জামান, সদরপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম

ফরিদপুরের সদরপুরে ৪ হাজার হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় ও চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার দূরদূরান্ত হতে মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন এখানে। সকাল ১০টায় চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব, চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি আলহাজ শাহ্ আলম রেজা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী অসহায়, গরিব, দুঃস্থ ও শিশু রোগীদের ৩৫ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়াও রোগ নির্ণয়ের পর তাদেরকে বিনামূল্যে ওষুধও দেয়া হয়েছে।
এই চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ফাউন্ডেশনের নিজস্ব ১৫’শ স্বেচ্ছাসেবী কাজ করেছে।
আপনার মতামত লিখুন
Array