খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

এশিয়ান কাপের প্রস্তুতি: থাইল্যান্ড সফরে যাচ্ছে নারী ফুটবল দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ এএম
এশিয়ান কাপের প্রস্তুতি: থাইল্যান্ড সফরে যাচ্ছে নারী ফুটবল দল

আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর অধীনে দুটি প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার (আগামীকাল) থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবে দল।

এই সফরে জয়-পরাজয়ের চেয়ে দলের পারফরম্যান্সের উন্নতিকেই বড় করে দেখছেন প্রধান কোচ পিটার বাটলার।

 

এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা। থাইল্যান্ড সফরের আগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের আবাসিক ক্যাম্প করেছে দল। তবে ভুটানের ঘরোয়া লিগে খেলায় ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দাসহ মোট ৯ জন খেলোয়াড় পুরো ক্যাম্পে থাকতে পারেননি।

তবে দেরিতে যোগ দেওয়া খেলোয়াড়দের নিয়ে চিন্তিত নন কোচ বাটলার। তিনি বলেন, “যদিও তাদের জন্য মানিয়ে নেওয়াটা কিছুটা কঠিন, কিন্তু তারা আমাদের খেলার ধরন সম্পর্কে অবগত। আমি বিশ্বাস করি, তারা দ্রুতই দলের সিস্টেমের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে। ”

অধিনায়ক আফঈদা খন্দকারও কোচের সঙ্গে একমত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা মেয়েরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছি। মাত্র দুদিনের অনুশীলনে কোনো সমস্যা হয়নি। আশা করি বাকিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। ”

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪) চেয়ে ৫১ ধাপ এগিয়ে আছে থাইল্যান্ড (৫৩)। শক্তিমত্তার এই ব্যবধান মাথায় না রেখে শিষ্যদের কাছ থেকে লড়াকু ফুটবলই প্রত্যাশা করছেন কোচ।

বাটলারের কথায়, “জয় বা হার বড় কথা নয়, আমরা কীভাবে উন্নতি করছি এবং কী শিখছি, সেটাই আমার কাছে মূখ্য। আমি দেখতে চাই, মেয়েরা আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলছে। হেরে যাব—এই মানসিকতা নিয়ে মাঠে নামলে শেখার কিছু থাকে না। আমাদের আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে। ”

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৭ অক্টোবর।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল।

ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম।

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী।

ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সুলতানা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।