খুঁজুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ, ১৪৩২

চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

মো. মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৮ পিএম
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিউল্লাহ খান, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর ব্যাপারী, চর ঝাউকান্দ ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা, সাংবাদিক আবদুস সবুর কাজল, আব্দুস সালাম, সদর হাট-বাজার বণিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন মোল্লা প্রমুখ। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার পাশাপশি, আইন শৃঙ্খলা রক্ষা, ড্রেজার দিয়ে বালুকাটা বন্ধ, বাজারের যানজট নিরসন, বাল্য বিবাহ প্রতিরোধ, চুরি ও মাদকের ব্যাবহার নিয়ন্ত্রণে দিক নির্দেশনা প্রদান করেন।