‘দু’মুঠো জোনাকির গল্প’
‘পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙ্গে আমি তোমাকেই ভালোবাসি, প্রিয়!’তখন বিকেলের গায়ে তোমার চুল ছুঁয়ে যাবে গোধূলির আমন্ত্রণে;
আজলা তুলে দু’মুঠো জোনাকির গল্প লেখা হবে সন্ধ্যার যঠোরে।
তখন সোনালী গল্পের ভেতরে গল্প যেন অমরত্বের কাপে চুমুক দিয়ে,
তোমার ঠোট চাঁদ হয়ে জেগে থাকে আমার কার্নিশে!
তখন, অনন্ত বিস্তৃত সন্ধ্যার প্রতীক্ষার প্রহর কাটে অভিমানী রাত; সদূর সময় বেকে গেছে এখানে এসে,
যেন ঝুলে আছে সময়ের গান, তোমার আমার পাশে বসে আছে পোষ্য বিকেলের গন্ধ।
এখানে হাত রাখো প্রিয়, এই ইথারের পাতায় হেলান দিয়ে শুয়ে আছে ,দেখো, তোমার আমার আটপৌড়ে সময়।
এই শহরের মানচিত্রে কেবলই তোমাকে খুঁজে পাওয়ার বিনির্দেশ;
কেবলই চাপা ঘাস নদীর গল্পে হারিয়েছে তোমার আমার দৃষ্টির অক্ষসীমায়।
এইখানে, এই মহাকর্ষের চলছবিতে ধরে দেখো তোমার অন্তদহ। কেমন পঙ্কিল পথ হেঁটেছে আমার দ্বিধান্বিত অন্তরলোকের স্রোতে।
এভাবে, আমরা বসে আছি দুজন, আদিহীন কৃশকায় সময়ের ধারাপাত ডুবে গেছে সেই কবে!
ক্লান্ত লোকাচার মিলে সমস্বরে ঘুমিয়ে আছে দেখো দূরে, বহু দূরে।
এই চেয়ে থাকা, প্রিয়, এই বিকল সময়ের স্পর্শ আমরা দৃষ্টির অতলে দগ্ধ হবো, আমরা অন্তরণে দুমড়ে-মুচড়ে সৃষ্টি হবো।
অতঃপর একদিন সময়ের মায়াযান নিঃশেষ হলে পরে তোমার নিঃশ্বাস কেঁপে উঠবে;
অতঃপর বিশ্বসংসারের দায়ভার স্কন্ধে নতজানু প্রণয় তোমার কন্ঠ হবে, পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙ্গে আমি তোমাকেই ভালোবাসি, প্রিয়!’

আপনার মতামত লিখুন
Array