খুঁজুন
রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ, ১৪৩২

নিখোঁজ সুবার সন্ধান মিলল নওগাঁয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৮ পিএম
নিখোঁজ সুবার সন্ধান মিলল নওগাঁয়
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবার সন্ধান মিলেছে নওগাঁয়। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও তার সটকে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী। এরই মধ্যে দুইজনকে আটক করতে সহযোগিতা চাওয়া হয়েছে ছেলের বাবা-চাচার কাছে।মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

তিনি আরও বলেন, সুবা নওগাঁয় ওই ছেলের সাথে গেছে। তার নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। তবে ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সে জন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সম্প্রতি বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছর বয়সী আরাবি ইসলাম সুবা। এরপর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সে জন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।

এরপর গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।