ফরিদপুরের পতিতাপল্লীতে বিছানায় পড়েছিল নারীর মরদেহ
ফরিদপুরের পতিতাপল্লী থেকে নাসরিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নাসরিন খুলনার তেরোখাদার পাচুরিয়া এলাকার মো. মজিদ ফরাজির মেয়ে বলে জানা যায়।
পুলিশ ও পতিতাপল্লী সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নাসরিন পতিতাপল্লীতে তার ভাড়া ঘরে ঘুমাতে যায়। এরপর বিকাল সাড়ে ৩ টার দিকে তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে তার বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পুলিশ একইদিন সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, ‘নাসরিন অতিরিক্ত ইয়াবা সেবনে আসক্তি ছিল। সে হয়তো অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে হার্ট স্ট্রোক করে মারা যেত পারে। তবে, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
তিনি বলেন, ‘এব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

আপনার মতামত লিখুন
Array