ফরিদপুরের হঠাৎ দেখা দিয়েছে নদী ভাঙন, আতঙ্কে মানুষ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় আসেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী।
অভিনেতার মৃত্যুতেও দায়ী করা হয়েছিল তাকে।
ওই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন রিয়া। এবার কারাগারের সেই তিক্ত অভিজ্ঞতা শোনালেন তিনি।
রিয়া জানান, ওখানে থেকে খাবারের মূল্য বুঝেছি। দোকানের পিৎজার চেয়ে ডাল-ভাতকে মূল্য দিতে শিখেছি।
কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে রিয়া বলেন, কারাগারে অনেক কিছুই থাকে না। অনেক কিছু মনে পড়ে সেই দিনগুলোর। আমরা আফসোস করি আমাদের কিছু নেই ভেবে। সংশোধনাগারে থেকে উপলব্ধি করেছিলাম, কিছু না থাকার আসল অর্থ কী? বাবা-মাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু সংশোধনাগারে তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরো বদলে গিয়েছিল।
তিনি আরও বলেন, মানুষ কী বলছে, তা নিয়ে আর গায়ে মাখতাম না। সেই সময়ে আমার বয়স মাত্র ২৭। ওখানে থেকে খাবারের মূল্য বুঝেছি। দোকানের পিৎজার চেয়ে ডাল-ভাতকে মূল্য দিতে শিখেছি। এখনও মনের ভিতর শোক রয়ে গেছে। বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই। তবে আমি খুশিও আছি। তবে এই ধরনের খুশির উৎপত্তি হয় গভীর মানসিক আঘাত থেকে।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই মামলায় সংশোধনাগারে থাকতে হয়েছিল তাকে।
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। জানা গেল এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম।
রোনালদিনহো মঞ্চে উঠে ঘোষণা করলেন পুরুষদের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এবারের এই সম্মান উঠেছে উসমান দেম্বেলের হাতে।
সোমবার (২২ সেপ্টেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের সম্মানিত করা হয়।
দেম্বেলের প্রতিদ্বন্দ্বী ছিলেন লামিন ইয়ামাল। তবে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে “উসমান! উসমান!” ধ্বনির জোয়ার বইছিল। শেষ পর্যন্ত তার হাতেই ওঠে এই পুরস্কার।
ফ্রান্স ও পিএসজির উইঙ্গার দেম্বেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রথমবার জিতলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো অসাধারণ সাফল্য তাকে এই সম্মানের যোগ্য দাবিদার করে তুলেছে। এই জয় শুধু দেম্বেলের নয়, প্যারিসের জন্যও উৎসবের মুহূর্ত হয়ে দাঁড়াল।
এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে ফখর জামানের আউটকে ঘিরে নতুন করে অভিযোগ তুলেছে পাকিস্তান। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ এমনটাই জানিয়েছে।
রোববার দুবাইয়ে ম্যাচের শুরুতেই ওপেনিংয়ে পাঠানো হয় ফখর জামানকে। হার্দিক পান্ডিয়ার বলে এজ হয়ে বল যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। মাঠের আম্পায়ার গাজী সোহেল এবং রুচিরা পল্লিয়াগুরুগে নিশ্চিত না হয়ে সিদ্ধান্ত পাঠান টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে পল্লিয়াগুরুগে ক্যাচকে বৈধ ঘোষণা করেন।
তবে এক কোণ থেকে পাওয়া রিপ্লেতে বল মাটিতে লেগে গ্লাভসে উঠেছে বলে সন্দেহ হয়। ১৫ রানে আউট হওয়ার পর ফখর ক্ষোভ প্রকাশ করে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন এবং মাথা নাড়িয়ে মাঠ ছাড়েন।
পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা অভিযোগ নিয়ে যান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে। তবে পাইক্রফট জানান, এটি তার এখতিয়ারভুক্ত নয়। পরে চিমা আইসিসিকে ই-মেইল পাঠিয়ে অভিযোগ জানান। পাকিস্তানের দাবি, যথেষ্ট ‘স্পষ্ট ও নিশ্চিত প্রমাণ’ ছাড়াই ফখরকে আউট দেওয়া হয়েছে এবং সব ক্যামেরা অ্যাঙ্গেলও পর্যালোচনা করা হয়নি।
ম্যাচ শেষে অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত নই। আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত দেওয়া, তারা ভুল করতেই পারে। তবে আমার মনে হয়েছে বল মাটিতে লেগে তারপর কিপারের হাতে গেছে। ফখর যদি পাওয়ার প্লে–তে খেলতে পারত, আমরা হয়তো ১৯০ রান তুলতে পারতাম। ’
আপনার মতামত লিখুন
Array