ফরিদপুরে ধান-সবজির জমি এখন তামাকের দখলে!

ফরিদপুরে গত পাঁচ বছরে তামাকের চাষি বেড়ে হয়েছে দ্বিগুণ। কৃষকরা বলছেন, ঝুঁকি কম, লাভ বেশি হওয়ায় তামাক চাষে ঝুঁকছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি, তামাকের হাত থেকে বাঁচাতে অন্য ফসল আবাদের পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের।
যে জমিতে এক সময় ধান-শাক সবজি আবাদ হতো, সেই জমি এখন তামাকের দখলে। বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামসহ ফরিদপুর জেলাজুড়েই দেখা মেলে এমন দৃশ্যের। কৃষকরা জানান, অন্য ফসল চাষের তুলনায় ঝুঁকি ও খরচ কম, লাভ বেশি; তাই তারা ঝুঁকছেন তামাক চাষে।
আপনার মতামত লিখুন
Array