ফরিদপুরে বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে সম্মাননা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ফরিদপুরে পাঁচ অদম্য নারীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জীবনের বিভিন্ন কর্মক্ষেত্র ও নানা প্রতিকূলতাকে পরাজিত করে এগিয়ে যাওয়া পাঁচ নারীকে এ সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অদম্য নারী মোসা. পারভিন আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার ও নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার দূরদর্শী অবদানের কথা শ্রদ্ধার সাথে সকলেই স্মরণ করেন। বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
জেলার অদম্য সফল পাঁচ নারী হলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মোসা. পারভিন আক্তার, শিক্ষা জীবন ও কর্মক্ষেত্রে সাফল্য তাজনুর নাহার, মায়া ও মমতায় সফল জননী নারী নুরুন্নাহার মাসুদ, সংসার জীবনে অন্ধকার অধ্যায়কে জয় করে এগিয়ে যাওয়া আছিয়া খানম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মো. আফরোজা ইয়াসমিন। এর মধ্যে নুরুন্নাহার মাসুদ বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদের মা জননী।

আপনার মতামত লিখুন
Array