খুঁজুন
সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ়, ১৪৩২

ফরিদপুরে ব্যানার-ফেস্টুন উচ্ছেদ: শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩:৪৭ পিএম
ফরিদপুরে ব্যানার-ফেস্টুন উচ্ছেদ: শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরা
ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং সড়কের ডিভাইডারে লাগানো গাছগুলো সংরক্ষণের লক্ষ্যে ব্যানার-ফেস্টুন উচ্ছেদে নেমেছে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে দশটা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই সামাজিক কার্যক্রম পরিচালনা করেন তারা।
শহরের ভাঙ্গা রাস্তার মোড়, মেডিকেল সড়ক, নদী গবেষণা সড়ক, রাজবাড়ী রাস্তার মোড়সহ বিভিন্ন সড়কের ডিভাইডারে রোপণ করা গাছের উপর ঝুলে থাকা ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এই কার্যক্রমে নেতৃত্ব দেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, মুখপাত্র কাজী জেবা তাহসিন এবং সহ-মুখপাত্র উম্মে হাবিবাসহ অন্যান্য সদস্যরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, ব্যানার-ফেস্টুনের কারণে ফরিদপুর শহরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সড়কের ডিভাইডারে এসব ব্যানারের কারণে গাছগুলো মারা যাচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও, এসব ব্যানার সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা বলেন, “বিশেষ করে রাজনৈতিক ও প্রচারণামূলক ব্যানার বেশি দেখা যায়। আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই, তারা যেন গাছের ওপর ব্যানার না ঝুঁলিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসেন। আমাদের লক্ষ্য ব্যানার-ফেস্টুন মুক্ত একটি সুন্দর ফরিদপুর।”
এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা খুশি প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই ধরনের কার্যক্রম ফরিদপুরকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর হবে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর।

ভাঙ্গায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে, আহত ১৫

এ কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৬:৩৯ পিএম
ভাঙ্গায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (০৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সামনে এ দূর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ,এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

স্থানীয় মাইক্রোবাস সমিতির সভাপতি মো. খোকন শেখ জানান, এ ঘটনায় কোন নিহতের ঘটনা না ঘটলেও কমপক্ষে ১৫ জনের মতো বাস যাত্রী আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালকের চোখে ঘুম ছিল। যার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্প কয়েকজন যাত্রী হালকা-পাতলাভাবে আহত হয়েছেন।

সদরপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ইজিবাইক বিতরণ

সদরপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৫:০১ পিএম
সদরপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ইজিবাইক বিতরণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর হোসেনকে একটি ইজিবাইক প্রদান করা হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবির তার ব্যক্তিগত উদ্যোগে এটি প্রদান করেন।

রবিবার (০৬ জুলাই) দুপুরে জাহাঙ্গীর হোসেনের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুতজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক জাফর খাঁ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মৃধা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ প্রমুখ।

ফরিদপুরে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রী তিনদিন ধরে নিখোঁজ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:৪৭ পিএম
ফরিদপুরে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রী তিনদিন ধরে নিখোঁজ 

ফরিদপুরে দুবাই প্রবাসী রাকিবুল হাসান নামের এক যুবকের দুই সন্তানসহ স্ত্রী নিখোঁজ রয়েছে। গত তিন ধরে ধরে নিখোঁজ থাকলেও কোথাও তাদের খোঁজ মিলছেনা বলে শনিবার (০৫ জুলাই) দুপুরে জানিয়েছেন ওই প্রবাসীর বড় ভাই মো. রফিকুল ইসলাম। এ ঘটনায় গত ২ জুলাই ফরিদপুরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামের মৃত. আ. গফুর মন্ডলের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন যাবৎ দুবাই রাষ্ট্রে কর্মরত আছেন। সে বিদেশে থাকায় তার স্ত্রী মাকসুদা বন্যা (৩২) ও তার পুত্র সন্তান মাহি (০৯) এবং কন্যা সন্তান তাহিয়াকে (০৭) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছে স্ত্রী। এমতাবস্থায় গত ২ জুলাই সকালে স্ত্রী সন্তানদের নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বাহির হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

ওই প্রবাসীর বড় মো. রফিকুল ইসলাম বলেন, আমরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাইনি। যাওয়ার সময় দুই লাখ টাকা, তিন-চার ভরি স্বর্ণ ও কিছু জিনিসপত্র সাথে নিয়ে গিয়েছে। আমরা খুব উদ্বিগ্ন রয়েছি।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।