ফরিদপুরে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফের মৃত্যু বার্ষিকীতে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা
ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় একটি স্বারকগ্রন্থ মোড়ক উন্মোচন করেন অতিথিরা। দোয়া ও আলোচনা সভায় জেলা ও ৯টি উপজেলার বিএনপিসহ অঙ্গসংগঠনের প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুম চৌধুরী কামাল ইউসুফের কন্যা ও ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, ডা. মুস্তাফিজুর রহমান শামীম ও ময়েজ মঞ্জিল পরিবারের সদস্য আমির ইউসুফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কর্মজীবন তুলে ধরে বলেন, তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। বক্তারা বলেন, সকলের কাছে মন্ত্রী কামাল ইবনে ইউসুফ ছিলেন শ্রদ্ধার পাত্র। বক্তারা আরো বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার আগমনকে স্বাগত জানান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর শহরের দরগা জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।

আপনার মতামত লিখুন
Array