ভাঙ্গায় ২ হাজার গরীব-অসহায় মানুষ পেল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা
ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে লায়ন্স ইন্টান্যাশনাল ক্লাব ধানমন্ডি শাখার সহযোগিতায় ২ হাজার গরীব অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ডাায়বেটিিক পরীক্ষার সুযোগ পেয়েছে।
শনিবার (০১ নভেম্বর) উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্য এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকাল সাড়ে ৭ টা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ সহস্রাধিক চক্ষু রোগীর ছানি রুগী বাছাই সহ বিভিন্ন চক্ষু সেবা প্রদান করা হয় এবং ডায়বেটিক পরীক্ষা, পেশার মাপা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর পৃষ্ঠপোষকতায় লায়ন খন্দকার মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শহীদুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক গোলাম মরতুজা খান, লায়ন মো. নুরু মিয়া, মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান মিয়া, আফজাল হোসেন খান, মাহাবুবুর রহমান, নাসির হোসেন, মো. শাহ আলম।
লায়নস ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন, লায়ন মো. বেলাল হোসেন, ডা. আসাদুজ্জামান, সৈয়দ নাসিম, কামরুল হোসেন, এম.এম. বাশার প্রমুখ।
অনুষ্ঠানে সৎ সংঘ সামাজিক সোসাইটির সভাপতি মিজানুর রহমান বুলু বলেন, চক্ষু সেবা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং চিকিৎসা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বদ্ধ পরিকর। মানবিক এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে দুই হাজার রোগীকে চোখের যাবতীয় পরীক্ষা, চশমা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ পত্র দেওয়া হয়েছে। এছাড়া অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক চক্ষু রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করেন। আমরা প্রতিবছরই শিমুল বাজার তথা আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে এই চক্ষু সেবা প্রদান করে থাকি।
যে সকল চক্ষু রোগীদের চোখের অপারেশন করার প্রয়োজন হবে তাদেরকে লায়ন্স চক্ষু হাসপাতাল আগারগাও ঢাকায় সম্পূর্ন বিনা খরচে চোখের অপারেশন করা হবে। অদূর ভবিষ্যতেও এই সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটি স্থানীয় প্রশাসন ও অন্যান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় কাজ করতে পরিকল্পনাধীন। চক্ষু রোগী প্রতিরোধ ও চিকিৎসায় মানুষ সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সেবা গ্রহণ করতে পারে।

আপনার মতামত লিখুন
Array