খুঁজুন
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২

শাপলার হাসিতে বাঁচে ভ্যানচালক হাফিজুরের সংসার

শাকিল আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:১৪ পিএম
শাপলার হাসিতে বাঁচে ভ্যানচালক হাফিজুরের সংসার

গ্রীষ্মের কাঠফাটা রোদ বা বর্ষার মুষলধারে বৃষ্টি প্রকৃতির এই দুই রূপের মধ্যেই জীবিকা খুঁজে নিয়েছেন হাফিজুর রহমান। বর্ষা এলেই বিল-ঝিল আলো করে ফোটে আমাদের জাতীয় ফুল শাপলা, যা দেখতে যেমন সুন্দর, তেমনি এর ভেষজ গুণ ও খাদ্যমূল্যও অপরিসীম।

এই শাপলাই এখন রূপগঞ্জের হাফিজুরের সংসার চালানোর প্রধান অবলম্বন।

 

শাপলা ফুলের আঁটি বাঁধছেন হাফিজুর/ছবি: শাকিল আহমেদ

শাপলা ফুলের আঁটি বাঁধছেন হাফিজুর

বাংলাদেশের বিভিন্ন ঋতুতে নানা ফুল ফুটলেও বর্ষার সঙ্গে শাপলার সম্পর্ক নিবিড়। সাধারণত সাদা, লাল ও বেগুনি—এই তিন রঙের শাপলা দেখা যায়। এদের মধ্যে লাল শাপলার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের, আর এর রয়েছে ওষুধি ব্যবহারও। রূপগঞ্জের চানপাড়া পূর্বগ্রাম, বড়আলু, মাঝিনা, নগরপাড়াসহ খাল-বিলের বিস্তীর্ণ এলাকায় বর্ষার পানিতে শাপলা ফোটে।

শাপলা কেবল ফুল নয়, এটি খুবই পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। সাধারণ শাক-সবজির চেয়ে এর পুষ্টিগুণ বেশি হলেও দাম কম। তাই নিম্নবিত্তদের কাছে এর চাহিদা ব্যাপক, যদিও স্বাদের কারণে ধনীরাও এটি পছন্দ করেন।

বিল থেকে শাপলা তুলছেন হাফিজুর/ছবি: শাকিল আহমেদ

বিল থেকে শাপলা তুলছেন হাফিজুর

পেশায় ভ্যানচালক হলেও বর্ষা মৌসুমে ঝড় বৃষ্টির কারণে ভ্যান চালানো ব্যাহত হয় হাফিজুরের। ঠিক তখনই তিনি ভিন্ন পথে রোজগার শুরু করেন। প্রতিদিন সকাল থেকে তিনি রূপগঞ্জের বিভিন্ন বিল-ঝিলে ঘুরে ঘুরে শাপলা সংগ্রহ করেন। এরপর সেগুলো আঁটি বেঁধে মুড়াপাড়া, চনপাড়া, পূর্বগ্রাম, এবং পশ্চিমগাঁও বাজারে বিক্রি করে সংসার চালান।

শাপলা সংগ্রহকারী হাফিজুর রহমান জানান, তিনি ৮ থেকে ১০টি শাপলা নিয়ে একটি আঁটি তৈরি করে গ্রামের বাজারে ২০ টাকায় বিক্রি করেন। তবে শহর থেকে আসা দর্শনার্থী ও যাত্রীদের কাছে এই শাপলা বিক্রি করেন ৪০ থেকে ৫০ টাকায়। তার মতে, শহরের মানুষ শাপলা তেমন দেখতে পান না, তাই খুশি মনেই বেশি দামে কিনে নেন। সবমিলিয়ে, দিন শেষে তার আয় ৪০০ থেকে ৬০০ টাকা হয়। শাপলা ফুলের আঁটি বাঁধছেন হাফিজুর/ছবি: শাকিল আহমেদ

শাপলা ফুলের আঁটি বাঁধছেন হাফিজুর

রূপগঞ্জের কিছু কিছু এলাকায় লাল শাপলাও ফোটে, যা দেখতে ঢাকা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। বিশেষ করে দাউদপুর ইউনিয়নের জিন্দা মধ্যপাড়া ও শিমুলিয়া এলাকায় এবং পূর্বাচল সংলগ্ন নিঝুম পল্লী রিসোর্টের শাপলা বিলে লাল শাপলার প্রাচুর্য দেখা যায়। সৌন্দর্য আর জীবিকার এই মেলবন্ধনই বর্ষার রূপগঞ্জকে করে তুলেছে আরও বিশেষ।

শাপলা সংগ্রহ করে জীবনধারণ করা হাফিজুর রহমানরা প্রমাণ করেন যে, প্রকৃতি শুধু সৌন্দর্যই দেয় না, সুযোগমতো জোগান দেয় জীবনের রসদও।

সালথায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৭ পিএম
সালথায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ফরিদপুরের সালথায় “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকারের সভাপতিত্বে ও সালথা উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবরের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সালথা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি।

এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন, সালথা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. রফিকুল ইসলাম, সালথা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে ফরিদপুর জেলা ছাত্রদল

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ পিএম
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে ফরিদপুর জেলা ছাত্রদল

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন ফরিদপুর জেলা ছাত্রদল।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রুকসুর সাবেক ভিপি প্রার্থী খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নীলয় চৌধুরী রেজা, সহ-সাধারণ সম্পাদক হাসান মীর, সহ-সাংগঠনিক সম্পাদক সান্ত খান, সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কে এম রাব্বি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পাভেল, বাহারুল ইসলাম রবিন, ছাত্রদল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুরের সহ-সভাপতি তাসহান আল সাউদ, ছাত্রনেতা অনিক হাসান, সাব্বির, অমি সহ অসংখ্য নেতৃবৃন্দ।

সালথায় সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম
সালথায় সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধকেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে রিপন। পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। রিপন এলাকার বখাটে যুবক বলে পরিচিত।

ওই গৃহবধুর স্বামী অভিযোগ করে বলেন, আমি কামলা দিতে ৮দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুটি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল৷ বখাটে রিপন সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধকেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।