সালথায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুরের সালথায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রাম মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
খোয়াড় গ্রামের সর্বস্তরের জনগণ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। বিএনপি কর্মী কাওছার মাতুব্বরের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
আটঘর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা মো. শাফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, আটঘর ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক লোকমান ফকির, বিএনপি কর্মী ছামাদ মাতুব্বর, কাওছার মাতুব্বর, ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আনিস মাতুব্বর প্রমুখ। এছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় হৃদয় ফুটবল একাডেমি একাদশ বনাম রাউফ স্পোর্টিং ক্লাব একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে গোল শূন্য খেলাটি ড্র হয়।
আপনার মতামত লিখুন
Array