‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া’ — শামা ওবায়েদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের হাল ধরেছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্বের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।
শনিবার বিকেলে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যখনই দেশের গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে, ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলোকবর্তিকার মতো মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন।”
সভাটি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array