‘হৃদয়বিদারক’ বললেন সাবিলা, ‘কঠোরতম শাস্তি’ চান জয়া
পাবনা জেলার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। সাধারণ মানুষের মতো এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাবিলা নূর, জয়া আহসানরা।
তার এই পোস্টে অনেকেই জয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একইসঙ্গে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলছেন।
এদিকে এক পোস্টে অভিনেতা নিলয় লেখেন, ‘ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।’
নিলয়ের এই পোস্টে মন্তব্য করেছেন ভক্ত থেকে তারকারা। পোস্টের মন্তব্যে অভিনেতা তৌসিফ মাহবুব লেখেন, ‘সকালে নিউজটা দেখার পর থেকে এখনো স্বাভাবিক হতে পারছি না।’ অভিনেত্রী তানিয়া বৃষ্টিসহ একাধিক তারকা পোস্টে শেয়ার করে ‘খুনির সর্বোচ্চ শাস্তি’ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন
Array