৫০ বছর বয়সে জবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন তপু

৫০ বছর বয়সেও তিনি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তাওহিদুর রহমান তপু।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে পরীক্ষা দেন তিনি।
তার জন্মস্থান নওগাঁ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন তিনি।
তাওহিদুর রহমান বলেন, ‘আমি অনেক দিন মানসিক অসুস্থ ছিলাম। গত বছর এইচএসসি পাস করেছি, আর এবার জগন্নাথে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছি। আমার ইংরেজির প্রস্তুতি তেমন ভালো না, কিন্তু চেষ্টা করব। ’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘এ বছর জগন্নাথে চান্স না পেলে আবারও পরীক্ষা দেবো। রাবি বা জাবিতেও সুযোগ পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ’
জবিতে চান্স পেলে কী করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘যদি চান্স পাই, তাহলে অবশ্যই জগন্নাথেই পড়ব। ’
উল্লেখ্য, জবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি আসনের বিপরীতে ৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যেই একজন তাওহিদুর রহমান, যিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।
আপনার মতামত লিখুন
Array