খুঁজুন
বুধবার, ২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ়, ১৪৩২

ফরিদপুরে কৃষকের ফসলের ক্ষেত বিনষ্ট করে দেয়ার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫২ পিএম
ফরিদপুরে কৃষকের ফসলের ক্ষেত বিনষ্ট করে দেয়ার অভিযোগ
ফরিদপুরের মধুখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মোহন শেখ (৫০) নামে এক কৃষকের ২৮ শতাংশ জমিতে বপন করা গম ও সরিষা ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে প্রতিপক্ষের দাবি, নিজেদের জমি থেকে ফসল কেটে নিয়েছেন।
রোববার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্ন আমুরদী মৌজায় ৭২৬ নং দাগের ওই জমিতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে জমিতে ছুটে গিয়ে দিশেহারা হয়ে থানা পুলিশকেও অবগত করেন। কৃষক মোহন শেখ ওই ইউনিয়নের পাইককান্দি গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, পাশ্ববর্তী তেলিকান্দি গ্রামের প্রভাবশালী গ্রাম্য মাতুব্বর মো. ফরিদ মোল্যার (৪০) নেতৃত্বে ফসল নষ্ট করে দেয়া হয়েছে।
দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই জমিতে সরিষা ও গমের চাষ করা হয়েছে। ফলন আসলেও এখনও ঘরে তোলার উপযুক্ত হয়ে উঠেনি। বপনকৃত ফসল কাঁচা রয়েছে। এ অবস্থায় এবড়ো থেবড়ো ভাবে ফসলের মাথা কেটে নষ্ট করে দেয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয় অনেকে সেখানে ভিড় করেন। এমন ঘটনা দেখে বিস্মিত স্থানীয়রাও।
স্থানীয় আব্দুর রহমান মোল্যা বলেন, গত ৪০ থেকে ৫০ বছর যাবৎ এই জমি মোহন শেখ চাষাবাদ করছে। প্রতিবছরের মতো এবাবরও সে চাষ করছে। রোববার সকালে শুনি কাঁচা ফসল কেটে নষ্ট করে দেয়া হয়েছে। যারা কেটে নিছে তারা অনেক শক্তিশালী। ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। এর আগে গত বছরও কেটে নিয়েছে। এভাবে অন্যের জমি থেকে জোড়জবর করে কেটে নেয়া সমাজ ও আইনের কাছেও খারাপ কাজ। কিন্তু কোনো বিচার হয় না বা কোনো সমাধানও হয় না।
কৃষক মোহন শেখ জানান, পৈত্রিক সম্পত্তিমূলে পাশাপাশি তিনটি দাগের ১২২ শতাংশ জমির মালিক তারা তিন ভাই। এই জমি নিয়ে গত ৪০ বছরের বেশি সময় মামলা মোকাদ্দমা চলে আসতেছে। বর্তমানে তাদের নামে রেকর্ডও হয়েছে। তবে সম্প্রতিকালে বেশ কিছুদিন ধরে প্রতিপক্ষের লোকজন ওই জমির জাল কাগজপত্র করে দখলে নেয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া জমি শুরু থেকেই আমরা চাষ করে আসতেছি। আজ সকালে ফরিদ মোল্যা তার লোকজন নিয়ে ওই জমির কাঁচা কম ও সরিষার গাছ ভাবে কেটে নিয়ে যায়। অন্যান্য ফসল বিনষ্ট করে রেখে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
অপরদিকে ওই জমি নিজের দাবি করে জমি থেকে নিজেই বপন করা ফসল কেটে এনেছেন বলে জানান ফসল কর্তনকারী ফরিদ মোল্যা। তিনি দাবি করেন, এসএ রেকর্ডমূলে তার পিতা মজিদ মোল্যা স্থানীয় মোবারক মোল্যা নামে এক ব্যক্তির নিকট থেকে ওই জমি ক্রয় করেন। পিতার ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়েছেন।
তবে কাঁচা ফসল নষ্ট করার প্রসঙ্গে তিনি জানান, প্রতিপক্ষ লোকজন ফসল কেটে নিয়ে যেতে পারে এমন শঙ্কায় তিনি ফসল কেটে নিয়েছেন। এছাড়া একই জমির পৃথক দুটি বিএস রেকর্ড হয়েছে এবং পরবর্তীতে রেকর্ড সংশোধনী মামলায় তাঁদের পক্ষে রায় এসেছেও বলে জানান।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান বলেন, বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পাইনি। এছাড়া জমিজমা সংক্রান্ত কাজ আদালতের বিষয়, আমাদের কোনো বিষয় না। তারপরও অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

সদরপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:২৪ এএম
সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছরের শিশু ‌তাইমুর রহমানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টায় সদপুরের শৌলডুবীতে নানা বাড়িতে অসাবধানতা বসত ঘরে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যু হয় তার।

নিহত তাইমুর রহমান (৩) সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের নাজমুল সাকিবের ছেলে।

নিহতের বাবা নাজমুন সাকিব জানান, তারা ছেলে বসত ঘরের খাটের উপরে ঘুমানো অবস্থায় ছিল। হঠাৎ ঘুম ভেঙে উঠে ঘরের বিদ্যুতের সকের্টে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে পাসপোর্ট, ইয়াবা, মোবাইলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাজী আমিনুল ইসলাম, বোয়ালমারী:
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:১৩ এএম
ফরিদপুরে পাসপোর্ট, ইয়াবা, মোবাইলসহ মাদক কারবারি গ্রেপ্তার

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ পিস ইয়াবা, ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোনসহ মোশাররফ মোল্লা মুসা (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (০১ জুলাই) ভোর ৫ টার দিকে উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মোশাররফ মোল্লা মুসা চন্দনী গ্রামের আবু সাইদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল, বোয়ালমারী থানা পুলিশের সহাতায় অভিযান চালিয়ে মোশাররফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার শোয়ার ঘর থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই শিমুল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১। মুসা এলাকার চিহ্নিত মাদক কারবারি এ বিষয়ে সে স্বীকার উক্তি দিয়েছে। এর আগেও সে মাদক কারবারে অভিযুক্ত হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবারই ফরিদপুর আদালতে চালান করা হয়েছে।

নগরকান্দা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

শওকত আলী শরীফ, নগরকান্দা:
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:৩৩ পিএম
নগরকান্দা লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে  ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার ( ৩০ জুন) সকাল ১০ টায় নগরকান্দা  উপজেলা পরিষদ সভা কক্ষে সচ্ছতার মাধ্যমে ডিলারশিপ প্রত্যাশীদের উপস্থিতিতে  লটারির মাধ্যমে  উপজেলার ৯ টি ইউনিয়নের ২০টি বিক্রয় কেন্দ্রের জন্য ২০ জন ডিলার চূড়ান্ত করা হয় ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের  সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে  ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।  এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সরকারী এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানউদ্দীন মোল্লা,  ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য গুদাম আশিকুর রহমান প্রমুখ ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন  বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীদের মধ্যে  উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।  আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে  দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল  সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দিবেন”।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আফজল হোসেন বলেন- নির্বাচিত এই ডিলাররা শিগগিরই তাঁদের নিজ নিজ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।