ফরিদপুরে কৃষকের ফসলের ক্ষেত বিনষ্ট করে দেয়ার অভিযোগ

ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন বছরের শিশু তাইমুর রহমানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টায় সদপুরের শৌলডুবীতে নানা বাড়িতে অসাবধানতা বসত ঘরে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যু হয় তার।
নিহত তাইমুর রহমান (৩) সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের নাজমুল সাকিবের ছেলে।
নিহতের বাবা নাজমুন সাকিব জানান, তারা ছেলে বসত ঘরের খাটের উপরে ঘুমানো অবস্থায় ছিল। হঠাৎ ঘুম ভেঙে উঠে ঘরের বিদ্যুতের সকের্টে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Oplus_131072
ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ পিস ইয়াবা, ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোনসহ মোশাররফ মোল্লা মুসা (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (০১ জুলাই) ভোর ৫ টার দিকে উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোশাররফ মোল্লা মুসা চন্দনী গ্রামের আবু সাইদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল, বোয়ালমারী থানা পুলিশের সহাতায় অভিযান চালিয়ে মোশাররফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার শোয়ার ঘর থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানার এসআই শিমুল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১। মুসা এলাকার চিহ্নিত মাদক কারবারি এ বিষয়ে সে স্বীকার উক্তি দিয়েছে। এর আগেও সে মাদক কারবারে অভিযুক্ত হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে মঙ্গলবারই ফরিদপুর আদালতে চালান করা হয়েছে।
আপনার মতামত লিখুন
Array