ইসরায়েলে ইরানের হামলায় নিহত বেড়ে ৯, নিখোঁজ ৩৫
 
                                                                    ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে হাইফা ও তেল আবিব শহরও রয়েছে। মেডিকেল সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত নয়জন নিহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াই নেট জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হোম ফ্রন্ট কমান্ড ধারণা করছে ৩৫ জন নিখোঁজ রয়েছে।
ওয়াই নেট আরও জানায়, ওই হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এছাড়া, তেল আবিবের দক্ষিণের শহর রেহোভোতে পৃথক একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।
শনিবার রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে।
এতে পাঁচজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছিল চিকিৎসা সংস্থাগুলো। পরে বিবিসি জানায়, ইরানের হামলায় ইসরায়েলে নয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
রাত ১১টার কিছু পরেই হামলার সতর্কতা হিসেবে হোম ফ্রন্ট কমান্ড মোবাইল ফোনে অ্যালার্ট পাঠাতে শুরু করে, এবং বেশিরভাগ মানুষ তখন আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
তবে সাইরেন মূলত ইসরায়েলের উত্তর ও হাইফা এলাকায়ই বেজে ওঠে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে।
একটি ক্ষেপণাস্ত্র তামরার একটি দুইতলা বাড়িতে সরাসরি আঘাত হানে, এতে হতাহতের ঘটনা ঘটে।
তামরার বাসিন্দারা আগেই বোমা আশ্রয়কেন্দ্রের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
 
                 
                
 
                 
                                 
                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                                    
আপনার মতামত লিখুন
Array