ফরিদপুর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার উঠান বৈঠক
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর -৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্ৰামে উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের ছায়াতলে একত্রিত হয়ে একটি আধুনিক রাষ্ট্র গঠনে রিক্সা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।
এ সময় নানা শ্রেণী পেশার মানুষের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন মাওলানা মিজানুর রহমান মোল্লা।
তিনি আরো বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আগামী জাতীয় এয়োদশ সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে মানুষের উচ্ছ্বাস এবং সাড়া দেখে আমরা খুবই খুশী। আমাদের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন। আমাদের দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো। মাদক নির্মূল ও সন্ত্রাস মুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিব।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ-সভাপতি হাফেজ মাহবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্, সহ প্রচার সম্পাদক মনিরুজ্জামান, পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাহামুদুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন
Array