খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎ কোথায়?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ এএম
ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎ কোথায়?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সৃষ্ট জটিলতা এখন আরও দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ ঘোষণা করে তাদের অধীনে কোনো ধরনের ক্রিকেট না খেলার সিদ্ধান্ত ঢাকার ৪৪টি ক্লাবের। এতে জটিলতার মধ্যে পড়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আর এ জটিলতার মধ্যেই ২০ ক্লাবকে রেখেই প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি তৈরি করেছে তারা। আগামী ১৪ ডিসেম্বর থেকে লিগ শুরুর সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি লিগ শুরুর দিনক্ষণ জানান।

১৯ নভেম্বর লিগ শুরুর পরিকল্পনা ছিল সিসিডিএমের। সেজন্যই ৫ ও ৬ নভেম্বর হয়েছিল দলবদলও; কিন্তু ২০টির মধ্যে ৮টিই সেখানে অংশ নেয়নি। এরপর থেকেই জটিলতা বাড়তে থাকে। ক্লাবগুলোর বেশিরভাগই সংবাদ সম্মেলন করে লিগ না খেলার কথা বলছে। বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ বলছেন তারা। সেজন্য বারবার সুযোগ দেওয়ার পরও লিগে অংশ নিতে আগ্রহ দেখাননি তারা। এর পরও লিগ শুরুর দিকে এগোচ্ছে সিসিডিএম। আদনান রহমান বলেন, ‘১১ ডিসেম্বর থেকে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠে একটু ঝামেলা হওয়ায় আগামী ১৪ ডিসেম্বর থেকে আমরা লিগ শুরু করছি।’ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ করার ভাবনা তাদের, ‘দ্রুততম সময়ের মধ্যেই আমরা সূচি প্রকাশ করব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে করার জন্য।’

ঢাকার চার স্তরে মোট ৭৬টি ক্লাব। তাদের মধ্যে ৪৪টিই না খেলার সিদ্ধান্তে অটল। যদিও আনুষ্ঠানিকভাবে তা বিসিবিকে জানানো হয়নি। এমনকি সিসিডিএমকেও কোনো চিঠি দেওয়া হয়নি জানিয়ে দিপন বলেন, ‘দেখুন— আমরা তো আনুষ্ঠানিকভাবে ২০টি দলই ধরে রাখব। কারণ আমরা এ ধরনের (লিগ বর্জন) মৌখিক বার্তা পাচ্ছি। আমরা সূচি প্রকাশ করছি ২০টি দলকে নিয়েই।’ বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন সিসিডিএম চেয়ারম্যান, ‘প্রথমত এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের কাছ থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি, আমরা ২০টি ক্লাবকে নিয়েই সূচি প্রকাশ করছি। বিসিবি কিংবা সিসিডিএম কারও কাছেই এমন কোনো চিঠি আসেনি। মোহামেডান যেটা প্রতিবাদ করেছে, সেটা কিন্তু সভাপতির কথার ওপরে… তারা লিগ খেলবে কি খেলবে না এরকম কোনো নেতিবাচক চিঠি আমরা পাইনি।’

লিগের সঙ্গে নির্বাচনকে না মেলানোর কথা বলছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ক্লাব প্রতিনিধি হিসেবে বিসিবির পরিচালক হয়েছেন তিনি। তার ভাষ্যমতে, নির্বাচনের কথা টেনে না খেলার সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। এতে দেশের ক্রিকেট, ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান তিনি। আর এভাবে লিগ বয়কটের পর ক্লাবগুলোকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাও সামনে চিন্তা করবে বোর্ড—এমনটাই জানান তারা। এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, প্রথম বিভাগের ৮ ক্লাব এখনো রাজি না থাকায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) নিয়ে লিগ আয়োজন করতে হবে সিসিডিএমের।

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।