জেমস কনসার্টকে ঘিরে প্রাণহানির গুজব, যা বলছে ফরিদপুর জেলা পুলিশ
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণহানির যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে নিশ্চিত করেছে ফরিদপুর জেলা পুলিশ।
জেলা পুলিশ ও আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—গত ২৬ ডিসেম্বর ২০২৫ রাতে আয়োজিত অনুষ্ঠানে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফেসবুক পেইজ, আইডি ও বিভ্রান্তিকর রিল ভিডিওর মাধ্যমে “কমপক্ষে ৫ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে”—এমন দাবি সম্পূর্ণ বানোয়াট।
📌 যেভাবে গুজব ছড়ানো হচ্ছে
‘Devdulal Guha Nipun’ নামের একটি ফেসবুক পেইজ এবং ‘দেব দুলাল গুহ…. দেবু ফরিদী’ নামের একটি ফেসবুক আইডিসহ নির্দিষ্ট কিছু রিল ভিডিওতে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জনস্বার্থে সংশ্লিষ্ট লিংকগুলো ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে।
⚠️ কী ঘটেছিল বাস্তবে
অনুষ্ঠানের সমাপনী দিনে জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস (নগর বাউল)-এর কনসার্ট দেখতে প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার অনিবন্ধিত বহিরাগত দর্শক দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে।
এ সময় ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে একটি অংশ মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে জিলা স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
⏰ অনুষ্ঠান স্থগিত
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাত ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়।
এ ঘটনায় কিছু চেয়ার ভাঙচুর হয় এবং ১০–১২ জন সামান্য আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তবে কেউ নিহত হয়নি—এ বিষয়টি জেলা পুলিশ নিশ্চিত করেছে।
🚫 গুজব রোধে পুলিশের সতর্কতা
ফরিদপুর জেলা পুলিশ জানিয়েছে—
গুজব ছড়ানো একটি গুরুতর সাইবার অপরাধ
যাচাই ছাড়া কোনো পোস্ট, ভিডিও বা তথ্য শেয়ার না করার অনুরোধ। মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মনিটরিং চলছে।
🛑 জনসাধারণের প্রতি অনুরোধ
✔ গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকুন
✔ নির্ভরযোগ্য গণমাধ্যম ও ফরিদপুর জেলা পুলিশের অফিশিয়াল পেজ অনুসরণ করুন
✔ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করুন
ফরিদপুর জেলা পুলিশ গুজব প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন
Array