সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া আটক
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ফরিদপুর শহরের একটি এলাকা থেকে মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে আটক করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে।”
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে সংঘটিত কয়েকটি ঘটনায় মামলা দায়ের হয়। এসব মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
স্থানীয় রাজনৈতিক মহলে এই আটকের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করছেন।
ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ফারুকুজ্জামান ফকির মিয়া দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আটকের খবরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও স্থানীয় প্রশাসনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ডিবি পুলিশ জানায়, আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
Array