ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক ফারুক তালুকদার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ভাগ্নে শামীমকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে শনিবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. শামীম ওরফে ভাগ্নে শামীম রাজবাড়ীর সদর উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সাদেক। ফরিদপুর কোতয়ালি থানার হত্যা মামলা নম্বর-১৮ (তারিখ: ০৭/০৩/২০২০) অনুযায়ী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, ফরিদপুর তাকে দণ্ড প্রদান করেন।
রায়ে আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিকগ্রাম এলাকা থেকে অটোরিক্সা চালক ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে যায় আসামিরা। পরে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়। ওই রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরদিন নিহতের ভাই মো. হান্নান তালুকদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৯ মে ২০২৫ তারিখে আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তারকৃত আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন,
“অপরাধী যতই আত্মগোপনে থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
Array