চরভদ্রাসনে দুস্থ মানুষের পাশে উপজেলা প্রশাসন, ৩০০ কম্বল বিতরণ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন চরে বসবাসরত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে তিন শতাধিক দুস্থ মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তীব্র শীত মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট এক হাজার দুই শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
এ ছাড়া আরও আট শত পিস কম্বল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট হস্তান্তর করা হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে প্রকৃত দুস্থ পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে জন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। পর্যায়ক্রমে আরও কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতের তীব্রতা বাড়তে থাকায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন উপকূলীয় চরাঞ্চলের সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন
Array