সালথায় যুবলীগ সভাপতির পদত্যাগ, সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওহিদুল ইসলাম (ওহিদ) তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ওহিদুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তার এই দায়িত্ব গ্রহণের পেছনে সাংগঠনিক কোনো লিখিত বৈধতা ছিল না। তিনি জানান, ২০১৪ সালে তৎকালীন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাকে মৌখিকভাবে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে ঘোষণা দেন। কিন্তু এ সংক্রান্ত কোনো নিয়োগপত্র, সাংগঠনিক অনুমোদন বা রেজুলেশন তার কাছে নেই।
তিনি আরও বলেন, “আটঘর ইউনিয়ন যুবলীগের নামে কোনো আনুষ্ঠানিক কমিটি বা লিখিত রেজুলেশন কখনো হয়নি। বিষয়টি দীর্ঘদিন ধরে আমার বিবেচনায় ছিল। সাংগঠনিক স্বচ্ছতা ও নৈতিকতার জায়গা থেকে আমি মনে করেছি, বৈধ কাগজপত্র ছাড়া কোনো পদ আঁকড়ে থাকা সমীচীন নয়। তাই সম্পূর্ণ স্বেচ্ছায়, সুস্থ বিবেক ও সজ্ঞানে আমি আওয়ামী যুবলীগের পদসহ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আমার সব ধরনের পদ থেকে পদত্যাগ করলাম।”
পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো চাপ বা ব্যক্তিগত বিরোধের কারণে নয়। বরং রাজনৈতিক শুদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলীয় কর্মকাণ্ড আরও নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে ওহিদুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও সেখানে উপস্থিত থেকে তার বক্তব্য শোনেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই পদত্যাগকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে সাংগঠনিক স্বচ্ছতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে যুবলীগ বা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সালথা উপজেলার রাজনীতিতে আটঘর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ফলে এই পদত্যাগ স্থানীয় রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে—তা নিয়ে আগ্রহ দেখা দিয়েছে বিভিন্ন মহলে।

আপনার মতামত লিখুন
Array