খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদপুরে আলেমদের অংশগ্রহণে শোকাবহ দোয়া মাহফিল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদপুরে শোকাবহ পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের আহ্বানে এবং জমিয়তে ওলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) যোহর নামাজের পর ফরিদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদরপুর মারকাজ মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর সদর উপজেলার প্রায় এক হাজার মসজিদের ইমাম, খতিব ও আলেম অংশগ্রহণ করেন। মসজিদ প্রাঙ্গণজুড়ে বিরাজ করে গভীর শোক ও শ্রদ্ধার আবহ।
অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, আমির ইবনে ইউসুফ এবং ফরিদপুর মহানগর কৃষকদলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ফরিদপুর মুসলিম মিশনের পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল সামাদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সপন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকি মিতুল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সুইডেন যুবদলের সভাপতি খাইরুজ্জামান লিংকন, মহানগর ওলামাদলের সদস্যসচিব হুসাইন আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জমিয়তে ওলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন এবং দোয়া পরিচালনা করেন জেলা সভাপতি মুফতি কামরুজ্জামান।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তার রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম, সাহসিকতা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন দেশের কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার মৃত্যুতে বাংলাদেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।
শেষে মরহুমা সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী ইমাম ও আলেমরা আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান এবং তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আপনার মতামত লিখুন
Array