শীতের কাঁপুনিতে উষ্ণতার বার্তা: নগরকান্দায় ৪ শতাধিক মানুষের পাশে লংকাবাংলা ফাউন্ডেশন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। স্থানীয় দরিদ্র, বৃদ্ধ, নারী ও শিশুদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়, যা শীত মোকাবিলায় তাদের জন্য স্বস্তি বয়ে আনে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্লা, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু মদন গোপাল সাহা, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ফরিদপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস পারভেজ রানা, লংকাবাংলা ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম মানুষের সামাজিক দায়িত্ব রয়েছে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। মানবতার পরিচয় ধন-সম্পদের মাধ্যমে নয়, বরং মানুষের পাশে থাকার মাধ্যমেই ফুটে ওঠে। শীতার্ত মানুষ আমাদের সমাজ ও রাষ্ট্রেরই অংশ, তাদের কষ্ট লাঘবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ফরিদপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস পারভেজ রানা বলেন, “লংকাবাংলা ফাউন্ডেশন সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।”
উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
সংশ্লিষ্টরা মনে করেন, লংকাবাংলা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
Array