সালথায় পুলিশের অভিযান: যুবলীগ নেতা ফরহাদ গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোহেল রানা ফরহাদ (৩৫)। তিনি যুবলীগের স্থানীয় পর্যায়ের একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সালথা উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালথা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোহেল রানা ফরহাদ উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সোহেল রানা ফরহাদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পাশাপাশি তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা ফরহাদ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
এদিকে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

আপনার মতামত লিখুন
Array