সালথায় জুয়ার আসরে পুলিশের হানা, ৪ জুয়াড়ি গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলায় জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— সালথার নটখোলা গ্রামের মৃত সত্তার চৌধুরীর ছেলে মো. মন্টু চৌধুরী (৫০), একই গ্রামের মৃত হারুন মাতুব্বরের ছেলে মো. নাছির মাতুব্বর (২৭)। এছাড়া পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকার মৃত ছালাম মোল্যার ছেলে মো. মাহাবুব সিকদার (৫০) ও একই উপজেলার পরমেশ্বরদী এলাকার মৃত আক্তার মোল্যার ছেলে মো. ফারুক মোল্যা।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলার নটখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় জুয়া খেলার প্রস্তুতি ও কার্যক্রম চলছিল বলে অভিযোগ ওঠে। অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সালথা থানায় নিয়ে যাওয়া হয়।
সালথা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘ফরিদপুর প্রতিদিন‘কে বলেন, “জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এলাকায় জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের মধ্যে অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, জুয়া ও অসামাজিক কার্যকলাপের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। নিয়মিত অভিযান চললে এমন কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে, যার অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
Array