“আ.লীগকে নির্বাচনের বাইরে রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি” — শাহ জাফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত ফরিদপুর-১ আসনের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় আলফাডাঙ্গা কফি হাউজে আয়োজিত এ সভায় তিনি নির্বাচন, রাজনীতি ও এলাকার উন্নয়ন নিয়ে খোলামেলা বক্তব্য দেন।
মতবিনিময় সভায় শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, “আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করে ভুল করেছে। একইভাবে এবার যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও একই পরিণতির মুখে পড়তে পারে।”
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “বিভিন্ন সময় নানা প্রতিকূলতার কারণে আমাকে দল পরিবর্তন করতে হয়েছে। তবে আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি। আমি যতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, ততবারই এলাকার উন্নয়নে কাজ করেছি। অনেক মানুষকে চাকরির ব্যবস্থা করেছি, কিন্তু বিনিময়ে কখনো কারো কাছ থেকে এক টাকাও নেইনি। কাউকে হয়রানি করতে মিথ্যা মামলাও দেইনি।”
আসন্ন নির্বাচন ও নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “এবার আমার নির্বাচনী প্রতীক সাইকেল। প্রতীক বড় বিষয় নয়। যারা ব্যক্তি শাহ মোহাম্মদ আবু জাফরকে ভালোবাসেন, বিশ্বাস করেন এবং আমার কাজের মূল্যায়ন করেন, তারাই আমাকে ভোট দেবেন।”
তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে সম্পৃক্ত না করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সাবেক সভাপতি সেকেন্দার আলম, কোষাধ্যক্ষ আবুল বাসার, সাংবাদিক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা প্রেসক্লাব ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভা শেষে সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন, যার জবাবে শাহ মোহাম্মদ আবু জাফর আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেবে।

আপনার মতামত লিখুন
Array