খুঁজুন
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ, ১৪৩২

২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম
২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য

যেখানে নীল লেগুন ঘেরা পলিনেশিয়ার দ্বীপ থেকে শুরু করে চিলির ওয়াইন ক্ষেত্রের হার্ট অবভেন্যু—এই বছর জাগানো অভিজ্ঞতার জন্য বিশ্বের নানা প্রান্তের গন্তব্য।

ভ্রমণপ্রেমীরা সাধারণত দব্রোভনিকে পছন্দ করেন; কিন্তু দুনিয়ার অনেকে তাই করে। তবে ক্রোয়েশিয়ার কাছাকাছি মন্টেনেগ্রোও রয়েছে অসাধারণ সাগরতীর শহর, নতুন হাইকিং ট্রেইল এবং পাহাড়ি কমিউনিটিগুলোর সঙ্গে সংযোগ।

অন্যদিকে, বুয়েনাস আইরেসের থেকে জলপথ পেরিয়ে মন্টেভিডিওর সবুজ শহর, যেখানে বিশ্বের মানের টাঙ্গো, স্টেক এবং স্থাপত্য উপভোগ করা যায়। আর রোম হয়তো চিরন্তন, তবে আলজেরিয়ার প্রাচীন ধ্বংসাবশেষ জনসমুদ্র ছাড়াই ঘুরে দেখার সুযোগ দেয়।

এই বছরের ভ্রমণ গাইডে আমরা এমন জায়গাগুলো তুলে ধরেছি, যেখানে অসাধারণ অভিজ্ঞতার সঙ্গে ট্যুরিজম স্থানীয় কমিউনিটি, পরিবেশ এবং সংস্কৃতির রক্ষায় সাহায্য করছে। তালিকা তৈরিতে আমরা বিশ্বস্ত সাংবাদিক, ট্যুরিজম বিশেষজ্ঞ এবং সাস্টেনেবল ট্র্যাভেলের নেতৃত্বদানকারী অভিজ্ঞদের পরামর্শ নিয়েছি।

আবুধাবি
কেন যাবেন: নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও থিম পার্ক অভিজ্ঞতার জন্য

মরুভূমির বাতাসে এক উত্তেজনার ঢেউ। লুভর আবু ধাবি খোলার পর, শহরের সাদিয়াত কালচারাল জেলা ধাপে ধাপে নতুন রূপ নিচ্ছে। বিশ্বের বৃহত্তম ডিজিটাল আর্ট মিউজিয়াম, টিমল্যাব ফেনোমেনা, এবং জায়েদ ন্যাশনাল মিউজিয়াম দর্শকদের জন্য খুলেছে। এখানে আবু ধাবির ইতিহাস, ইসলামিক প্রভাব এবং দেশের প্রতিষ্ঠাতার ভিশন দেখতে পারবেন।

মিউজিয়ামের বাইরে, আবুধাবি থিম পার্কেও এগিয়ে যাচ্ছে। ইয়াস আইল্যান্ডে ওয়ানার ব্রোস ওয়ার্ল্ড এবং ইয়াস ওয়াটারওয়ার্ল্ডে নতুন রাইড ও বিনোদন যোগ হচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রথম ডিজনিল্যান্ডও এখানে আসছে।

আলজেরিয়া
কেন যাবেন: রোমান ধ্বংসাবশেষ, মরুভূমি এবং সাংস্কৃতিক রক্ষণাবেক্ষণ

রোমান ধ্বংসাবশেষ, বিস্ময়কর মরুভূমি এবং ঐতিহাসিক শহরগুলোতে আলজেরিয়ার অনন্য সৌন্দর্য। দেশটি পর্যটন বৃদ্ধি করতে নতুন ভিসা নীতি এবং ফ্লাইট সংযোগ চালু করেছে। আলজিয়ার্সের সৈকত শহর, কনস্টান্টিনের ইউনেস্কো সাইট এবং টিমগাদ ও জেমিলা রোমান ধ্বংসাবশেষ সহজে ঘুরে দেখার সুযোগ। সাহারা মরুভূমির দ্যুতি আর জ্যানেট শহর থেকে মরুভূমি অভিযান শুরু করা যায়।

চিলি, কলচাগুয়া ভ্যালি
কেন যাবেন: ওয়াইন, কওয়বয় এবং তারামণ্ডল

সান্তিয়াগোর দুই ঘণ্টা দক্ষিণে, চিলির কলচাগুয়া ভ্যালি ওয়াইন, ঐতিহ্যবাহী হ্যাসিয়েন্ডা এবং পাহাড়ি হাইকিং-এর জন্য বিখ্যাত। এখানে অতিথিরা ওয়াইন চেখে দেখতে পারবেন, রাত কাটাতে পারবেন আঙ্গুর ক্ষেত্রের মাঝের আধুনিক ভিলায়। ছাড়াও, রোডিও, তারামণ্ডল পর্যবেক্ষণ এবং স্থানীয় বাজার ও উপকণ্ঠের সংস্কৃতির সঙ্গে পরিচয় করার সুযোগ রয়েছে।

কুক দ্বীপপুঞ্জ
কেন যাবেন: শান্ত ও স্বচ্ছ নীল লেগুনের প্যারাডাইস

রারোটোঙ্গা, বৃহত্তম দ্বীপ, দক্ষিণ প্রশান্তির স্বপ্নের মতো। এছাড়াও, ১৩টি ছোট দ্বীপে প্রায় স্বতন্ত্রভাবে ঘুরে দেখা যায়। নতুন পরিবেশগত উদ্যোগ এবং সংস্কৃতিক সংরক্ষণ কার্যক্রম ২০২৬ সালে আরও শক্তিশালী হবে।

কোস্টারিকা
কেন যাবেন: পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় বায়োস্ফিয়ার হটস্পট

রেইনফরেস্ট, সৈকত, প্যাসিফিক এবং বিপুল জীববৈচিত্র্য—সবই এক জায়গায়। ২০২৬ সালে স্থানীয় সংস্থা ও ন্যাশনাল পার্টনাররা সুরক্ষিত এলাকা বৃদ্ধি করবে এবং সম্প্রদায়ভিত্তিক ইকো-ট্যুরিজমকে আরও এগিয়ে নিয়ে যাবে।

স্কটল্যান্ড, হেব্রাইডিস
কেন যাবেন: প্রাচীন স্মারক, হোয়াইট-স্যান্ড সৈকত এবং স্কটিশ আতিথেয়তা

লুইস, বারারা এবং আইলেই-এর দ্বীপগুলো প্রাচীন স্থাপত্য, নতুন হুইস্কি ডিস্টিলারি এবং শান্ত সৈকতের জন্য বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির মেলবন্ধন এই দ্বীপগুলোকে অনন্য করে তোলে।

জাপান, ইশিকাও
কেন যাবেন: ঐতিহ্যবাহী কারুশিল্প ও সাকের জন্য

নোটো উপদ্বীপে ২০২৪ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণের পথে। স্থানীয় হস্তশিল্প ও পরিবার-নির্বাহিত ইন্সে থাকার মাধ্যমে ভ্রমণকারীরা কমিউনিটি ও সংস্কৃতি রক্ষায় সাহায্য করতে পারেন।

ইন্দোনেশিয়া, কমোডো দ্বীপপুঞ্জ
কেন যাবেন: প্রাগৈতিহাসিক প্রাণী, প্রবাল রিফ এবং সংরক্ষণ

কমোডো ড্রাগন, মন্টা রে এবং প্রবাল উদ্যানের সঙ্গে এক অনন্য অভিজ্ঞতা। সঠিক নিয়ন্ত্রণ ও ইকো-লজ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় কমিউনিটি ও পরিবেশ সংরক্ষণে সাহায্য করা যায়।

অন্যান্য উল্লেখযোগ্য গন্তব্য
লোরেতো, মেক্সিকো: বায়ু ও সমুদ্র সংরক্ষণ এবং পর্যটক অভিযানের জন্য।

মন্টেনেগ্রো: কোতার উপসাগর ও অপ্রদূষিত পাহাড়ি অঞ্চলে হাইকিং।

ওরেগন কোস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র: অসাধারণ সমুদ্র তীর এবং সাইক্লিং।

ওউলু, ফিনল্যান্ড: আর্কটিক সংস্কৃতি ও সৃজনশীল উদযাপন।

ফিলাডেলফিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র: ২৫০ বছর উদযাপন এবং খেলা।

ফ্নোম পেন, কম্বোডিয়া: নতুন বিমানবন্দর, টেকসই পর্যটন।

গুইমারায়েস, পর্তুগাল: ইউরোপীয় সবুজ রাজধানী ও ঐতিহাসিক শহর।

সামবুরু, কেনিয়া: বিরল বন্যপ্রাণী ও তারা পর্যবেক্ষণ।

সান্টো ডমিংগো, ডোমিনিকান প্রজাতন্ত্র: উৎসব ও সাংস্কৃতিক অভিজ্ঞতা।

স্লোকান ভ্যালি, কানাডা: ইতিহাস-উদ্দেশ্যমূলক হাইকিং ট্রেইল।

উলুরু, অস্ট্রেলিয়া: প্রাচীন পবিত্র ভূমি এবং ন্যাচার ওয়ার্কশপ।

উরুগুয়ে: ফ্লামিংগো লেগুন, স্টেক এবং টেকসই পর্যটন।

২০২৬ সালে ভ্রমণ মানে শুধুই দেখার নয়—অভিজ্ঞতা, শিক্ষা এবং প্রভাব। এই গন্তব্যগুলো কেবল দর্শনের জন্য নয়, বরং স্থানীয় কমিউনিটি ও পরিবেশকে সমর্থন করার সুযোগ দেয়। চাই সেটা পাহাড়ে হাইকিং হোক বা সমুদ্রের নীল জলে শোভা, এই ভ্রমণগুলো মনে রাখার মতো এবং দায়িত্বশীল। পর্যটক হিসেবে আমাদের পদক্ষেপই এই বিশ্বের ভবিষ্যতকে সুন্দর করে তোলে।

সূত্র : BBC Travels

ফরিদপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম
ফরিদপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় মো. আরিফ শেখ (৩৯) নামে এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিশেষ আইনে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর সেনা ক্যাম্প।

সেনা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল কিষাণহাট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মো. আরিফ শেখকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে ‘দৈনিক ঘোষণা’ পত্রিকার প্রতিনিধি দাবি করেন। তবে পরবর্তীতে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হেনস্তা ও চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেন তিনি। আটক আরিফ শেখ গোয়ালচামট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে সেনাবাহিনীর অভিযানে মো. জহির মোল্যা (৪১) নামে আরেক ভুয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক জহির মোল্যা ও আরিফ শেখ ফরিদপুরের একটি ভূঁইফোড় সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত।

 

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে অব্যাহতি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক অপু ঠাকুরকে অব্যাহতি

ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)-কে দলীয় সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতিগত অবস্থান বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে মো. হাসিবুর রহমানের ভূমিকা নিয়ে কেন্দ্রে অসন্তোষ সৃষ্টি হয়। একাধিকবার সতর্ক করা হলেও তিনি দলীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেননি বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অব্যাহতির ফলে মো. হাসিবুর রহমান এখন থেকে দলের কোনো সাংগঠনিক পদে বহাল থাকবেন না এবং দলীয় কর্মকাণ্ড পরিচালনায় তার কোনো ভূমিকা থাকবে না।

এ বিষয়ে দলীয় একাধিক নেতা জানান, এনসিপি একটি শৃঙ্খলাভিত্তিক রাজনৈতিক দল। এখানে ব্যক্তির চেয়ে দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাই সর্বোচ্চ গুরুত্ব পায়। কেউ যদি দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনার বাইরে গিয়ে কাজ করেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এটাই দলের অবস্থান।

ফরিদপুর জেলা এনসিপির রাজনীতিতে এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়লেও কেন্দ্রীয় নেতারা আশাবাদী, দ্রুতই সাংগঠনিক শূন্যতা পূরণ করা হবে এবং দলীয় কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।

এদিকে অব্যাহতির বিষয়ে মো. হাসিবুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে এনসিপির অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে দেখছেন।

ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

হারুন-অর-রশীদ, ফরিদপুর ও সোহাগ মাতুব্বর, ভাঙ্গা:
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ এএম
ভাঙ্গার চৌকিঘাটায় মৃত্যু ফাঁদ! ভেঙে পড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ ব্রিজের মাঝখান ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়েই প্রতিদিন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প পথ না থাকায় কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌকিঘাটা থেকে ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র সহজ পথ হলো এই ব্রিজটি। কয়েক মাস আগে ব্রিজের মাঝখানে ফাটল দেখা দিলে একাধিক দুর্ঘটনা ঘটে। পরে ঘারুয়া ইউনিয়ন পরিষদ থেকে আংশিক মেরামত করা হলেও তা টেকসই হয়নি। সর্বশেষ গত শনিবার চৌকিঘাটা থেকে ঘারুয়া সড়কের বিটুমিন ঢালাই কাজ চলাকালে রাস্তা সমান করার রোলার ব্রিজের ওপর উঠলে আবারও ব্রিজের মাঝখান ভেঙে যায়। এরপর থেকে ঝুঁকি আরও বেড়ে গেছে।

এলাকাবাসী জানান, ব্রিজটি বিশ্বাস বাড়ি ও শেখ বাড়ির মাঝখানে অত্যন্ত সরু করে নির্মাণ করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে দুই পাশের জমি ভরাট হয়ে গেলেও ব্রিজটি আগের অবস্থাতেই রয়ে গেছে। ফলে ব্রিজটির কার্যকারিতা অনেকটাই হারিয়েছে। ব্রিজটি সরু হওয়ায় একসঙ্গে দুটি যানবাহন চলাচল করতে পারে না। তার ওপর দুই পাশে কোনো রেলিং না থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা লিয়াকত মাতুব্বর বলেন, “প্রতিদিন এই ব্রিজ দিয়েই আমাদের চলাচল। বাচ্চারা স্কুলে যায়, রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়। ব্রিজ ভেঙে যাওয়ায় এখন প্রাণ হাতে নিয়ে পার হতে হচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে?”

আরেক বাসিন্দা বাদল হোসেন জানান, “এখানে ব্রিজ না রেখে একটা কালভার্ট করা হলে সমস্যা অনেকটাই কমে যাবে। বারবার মেরামত করে লাভ নেই।”

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ মালিক নাজমুল হাসান বলেন, “ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমি অবগত। আপাতত কোনো বরাদ্দ না থাকায় বড় কাজ করা সম্ভব নয়। তবে নির্বাচন শেষ হলে বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। দ্রুতই আমি নিজে সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করব।”

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পেরেছি। চৌকিঘাটা মাদ্রাসা সংলগ্ন ব্রিজের মাঝখান ভেঙে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান হিসেবে নতুন কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।