অপারেশন ‘ডেভিল হান্ট’ : ফরিদপুরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৭ পিএম

অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই ইউপি চেয়ারম্যান হলেন- নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম (৬১) এবং পুরাপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান দফা গ্রামের বাসিন্দা আতাউর রহমান (৪৮)। আতাউরের আওয়ামী লীগে কোনো পদ নেই। তবে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবরের অনুসারী হিসেবে পরিচিত।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, অভিযান চালিয়ে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন
Array