আলফাডাঙ্গায় এলডিপি’র কর্মী সম্মেলন ও কমিটি ঘোষণা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে পৌর এলাকার কলেজ রোডে দলকে চাঙ্গা করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়।
এ কর্মী সম্মেলনে বাংলাদেশ এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, দলটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
এসময় দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, এলডিপি চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন উপহার দিবে। শেখ হাসিনার ফ্যাসিজমের পতনের পর দেশের জনগণ এখন নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন। যার ভোট সে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে, সেই গণতান্ত্রিক পদ্ধতি আমরা এ দেশে চালু করতে চাই।
এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ এলডিপি’র অতিরিক্ত মহাসচিব এম এ বাশার, সিনিয়র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কর্মী সম্মেলন শেষে বাংলাদেশ এলডিপি’র আলফাডাঙ্গা উপজেলা শাখা ও এলডিপি’র যুবদলের কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য এলডিপি’র উপজেলা শাখায় আমিনুর শেখকে সভাপতি ও মাহাবুর সরদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া এলডিপি’র যুবদলের আলফাডাঙ্গা উপজেলা শাখা কমিটিতে শাখাওয়াত হোসেনকে সভাপতি ও মোমিনুর শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আপনার মতামত লিখুন
Array