খুঁজুন
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ, ১৪৩২

জেমস কনসার্টকে ঘিরে প্রাণহানির গুজব, যা বলছে ফরিদপুর জেলা পুলিশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম
জেমস কনসার্টকে ঘিরে প্রাণহানির গুজব, যা বলছে ফরিদপুর জেলা পুলিশ

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণহানির যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে নিশ্চিত করেছে ফরিদপুর জেলা পুলিশ।

জেলা পুলিশ ও আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে—গত ২৬ ডিসেম্বর ২০২৫ রাতে আয়োজিত অনুষ্ঠানে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ফেসবুক পেইজ, আইডি ও বিভ্রান্তিকর রিল ভিডিওর মাধ্যমে “কমপক্ষে ৫ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে”—এমন দাবি সম্পূর্ণ বানোয়াট।

📌 যেভাবে গুজব ছড়ানো হচ্ছে

‘Devdulal Guha Nipun’ নামের একটি ফেসবুক পেইজ এবং ‘দেব দুলাল গুহ…. দেবু ফরিদী’ নামের একটি ফেসবুক আইডিসহ নির্দিষ্ট কিছু রিল ভিডিওতে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জনস্বার্থে সংশ্লিষ্ট লিংকগুলো ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে।

⚠️ কী ঘটেছিল বাস্তবে

অনুষ্ঠানের সমাপনী দিনে জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস (নগর বাউল)-এর কনসার্ট দেখতে প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার অনিবন্ধিত বহিরাগত দর্শক দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে।

এ সময় ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে একটি অংশ মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে জিলা স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

⏰ অনুষ্ঠান স্থগিত

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রাত ৯টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়।
এ ঘটনায় কিছু চেয়ার ভাঙচুর হয় এবং ১০–১২ জন সামান্য আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তবে কেউ নিহত হয়নি—এ বিষয়টি জেলা পুলিশ নিশ্চিত করেছে।

🚫 গুজব রোধে পুলিশের সতর্কতা

ফরিদপুর জেলা পুলিশ জানিয়েছে—
গুজব ছড়ানো একটি গুরুতর সাইবার অপরাধ
যাচাই ছাড়া কোনো পোস্ট, ভিডিও বা তথ্য শেয়ার না করার অনুরোধ। মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মনিটরিং চলছে।

🛑 জনসাধারণের প্রতি অনুরোধ

✔ গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকুন
✔ নির্ভরযোগ্য গণমাধ্যম ও ফরিদপুর জেলা পুলিশের অফিশিয়াল পেজ অনুসরণ করুন
✔ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করুন
ফরিদপুর জেলা পুলিশ গুজব প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ফরিদপুরে গণবিক্ষোভ: সন্ত্রাস, হামলা ও হত্যা বন্ধের দাবি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম
ফরিদপুরে গণবিক্ষোভ: সন্ত্রাস, হামলা ও হত্যা বন্ধের দাবি

ফরিদপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শনিবার (২৭ ডিসেম্বর) শহরের জনতা ব্যাংকের মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে।

উদিচি জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তৃতা করেন লেখক, নাট্যব্যক্তিত্ব ও গবেষক ড. বিপ্লব বালা, ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, প্রান্তিক বাউল সংগঠনের সাধারণ সম্পাদক অরুন কুমার শীল এবং উদিচি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন।

বক্তারা বলেন, “দেশে একটি মহল পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছে। অবিলম্বে তাদের তৎপরতা বন্ধ করতে হবে।”

এছাড়াও তারা উদিচি ছায়ানট, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর হওয়া সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট এবং হত্যাকাণ্ডের যথাযথ বিচারসহ এসব ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সমাবেশের সমাপ্তি ঘটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে।

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৩ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল।

এছাড়াও অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর শাখার নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন ‘নাট্যকুঞ্জ’-এর প্রতিনিধিবৃন্দ, জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ বিনোদনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা বলায় চ্যানেলটি দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

তারা আরও বলেন, প্রযুক্তির পরিবর্তন ও সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে বৈশাখী টেলিভিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি ফরিদপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে বলে আয়োজকরা জানান।

ফরিদপুরে শীতের রাতে যখন কষ্ট বাড়ে, তখন মানবতার হাত বাড়াল পুনাক

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম
ফরিদপুরে শীতের রাতে যখন কষ্ট বাড়ে, তখন মানবতার হাত বাড়াল পুনাক

হাড় কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুনাক ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফরিদপুর জেলার সভানেত্রী কামরুন নাহার পপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, “শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন সমাজের অবহেলিত মানুষগুলো। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের এই আয়োজন সার্থক হবে। পুনাক সবসময় মানবিক কাজের পাশে থাকতে চায়।”

তিনি আরও বলেন, শীতবস্ত্র বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার অংশ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। পুনাকের এই উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে।”
তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আবেগে আপ্লুত হয়ে কয়েকজন উপকারভোগী বলেন, “এই শীতে কম্বল পাওয়াটা আমাদের জন্য অনেক বড় সহায়তা। অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। পুলিশ আর পুনাক আমাদের কথা ভেবেছে—এটাই বড় প্রাপ্তি।”

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, পুনাকের সহ-সভানেত্রী তাসনিয়া তানজিম, মাহিশা আক্তারসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ ও পুলিশ কর্মকর্তারা।

শীতের সকালে এমন মানবিক উদ্যোগে উষ্ণতা ছড়িয়েছে ফরিদপুর পুলিশ লাইন্স চত্বরে। পুনাকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।