দ্রুত বিচার আইনের মামলায় সালথায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩১ পিএম

দু’টি দ্রুত বিচার আইনের মামলায় ফরিদপুরের সালথায় হাবিবুর রহমান লাবলু (৫৫) নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাবিবুর রহমান লাবলু গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
তিনি বলেন, দুটি দ্রুত বিচার আইনের মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর ওয়ারেন্ট ছিল। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আইগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে লাবলুকে।
আপনার মতামত লিখুন
Array