খুঁজুন
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ, ১৪৩২

পবিত্র শবে বরাত এর ফজিলত

ইসলাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ পিএম
পবিত্র শবে বরাত এর ফজিলত

পবিত্র শবে বরাত আজ। যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

পাপ থেকে সর্বান্তঃকরণে ক্ষমা প্রার্থনা করে মুসলমানদের নিষ্কৃতি লাভে স্রষ্টার পানে দু’হাত তুলবে ধর্মপ্রাণ মুসলিমরা।

 

তবে পবিত্র কোরআনে ও হাদিসে  ‘শবে বরাত’ শব্দটির অস্তিত্ব নেই। কারণ এটি ফারসি ভাষার শব্দ। ‘শব’ শব্দটি ফারসি, অর্থ রাত। আর  ‘বারাআত’ শব্দের অর্থ হলো—নাজাত, নিষ্কৃতি বা মুক্তি। শবে বরাতকে ‘লাইলাতুল বারাআত’ নামে অভিহিত করেছেন অনেকে।

হাদিস শরিফে একে  নিসফে শা’বান বলা হয়। অর্থাৎ  হিজরি শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়।

পবিত্র কোরআনে এ রাত্রি নিয়ে কি বলা আছে?

কোরআনুল কারিমে এসেছে, ‘হা-মিম! শপথ! উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে; নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী। যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয়ই আমিই দূত পাঠিয়ে থাকি। ’ (সুরা-৪৪ দুখান, আয়াত: ১-৫)।

মুফাসসিরিনগণ বলেন: এখানে ‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রজনি বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। (তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান)।

হজরত ইকরিমা (রা.) প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সুরা দুখান–এর দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। (মাআরিফুল কোরআন)।

শবে বরাতের ফজিলত প্রসঙ্গে হাদিস শরিফে আছে, ‘হজরত মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, আল্লাহ তাআলা অর্ধশা’বানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। ’ (ইবনে হিব্বান: ৫৬৬৫, ইবনে মাজাহ: ১৩৯০, রাজিন: ২০৪৮; ইবনে খুজাইমা, কিতাবুত তাওহিদ, পৃষ্ঠা: ১৩৬, মুসনাদে আহমদ, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা: ১৭৬)।

হজরত আয়শা সিদ্দিকা (রা.) বলেন, একবার রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তাঁর পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তাঁর বৃদ্ধাঙ্গুলি নড়ল; তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ করে বললেন, “হে আয়শা! তোমার কি এ আশঙ্কা হয়েছে?” আমি উত্তরে বললাম, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না। ’ নবীজি (সা.) বললেন, ‘তুমি কি জানো এটা কোন রাত?’ আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসুলই ভালো জানেন। ’ তখন নবীজি (সা.) বললেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন। আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। ’ (শুআবুল ইমান, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা: ৩৮২)।

তাই এ রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, দোয়ায় মশগুল থাকেন।

বাংলাদেশে এ রাত উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। শবে বরাত পালন শেষে পরদিন সরকারি ছুটি দেওয়া হয়। সংবাদপত্রও বন্ধ থাকে। এ রাতের তাৎপর্য তুলে ধরে রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সংবাদপত্র প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র।

ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির : সালথায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবী মেম্বারদের

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম
ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির : সালথায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবী মেম্বারদের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি ভাংচুর মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সালথা উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের ইউপি মেম্বাররা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সালথা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ইউপি চেযারম্যানের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু মোল্যা, মো. মামুন সরদার, মাহবুবুর রহমান, আদেল মোল্যা, আবু বক্কার প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ৭/৮ মাস যাবত সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়া বিভিন্ন মামলায় পলাতক রয়েছে। সে ইউনিয়ন পরিষদে না আসায় জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম। গত ৫ই আগস্টের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। আমরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ জনসাধারণের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ চাই।

প্রতিদিনই ইউনিয়ন পরিষদে সেবা নেওয়ার জন্য এসে চেয়ারম্যানকে না পেয়ে ফিরে যায় অনেক সেবা প্রত্যাশী।

তিনি পরিষদে উপস্থিত না থাকার কারণে ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে।

এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ভাওয়াল ইউপি চেয়ারম্যানের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম
ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’-এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ৩৮ শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকগণ অংশ নেন।

মানববন্ধন শেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ বাবলু, বার্তা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক এ্যাড. কোরবান আলী, এস. এ রাজ্জাক একাডেমির অধ্যক্ষ মলয় কুমার বোস, এইস আর এস ইংলিশ মডেল একাডেমির পরিচালক আবুল হাসান, গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাইস্কুলের পরিচালক কামরুজ্জামান কামরুল, বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক সাহেবুল আলম মিয়া, জি-কে কিন্ডারগার্টেনের শিক্ষক স্বরজিত রাজবংশী, নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিরময় পাঠাক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বৃত্তি শুধু মাত্র আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন দেখবে তাদের সাথে বৈষম্য হচ্ছে তখন তাদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। যা জাতীয় শিক্ষা নীতির সাম্যের পরিপন্থী। বৃত্তি পরীক্ষা দেওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করা বা একদেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।

  • এসময় উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, পরিচালক ও সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৫৫ পিএম
সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (৬ টি ঢাল, ৭টি বল্লম) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে ওই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আগুলদিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র হিসেবে ৬টি ঢাল ও ৭টি বল্লম উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।