খুঁজুন
শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে ভূয়া প্রত্যয়নপত্র দিলেন মেম্বার, চাকরি গেল উদ্যোক্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:৩৪ পিএম
ফরিদপুরে ভূয়া প্রত্যয়নপত্র দিলেন মেম্বার, চাকরি গেল উদ্যোক্তার

নিয়ম বহির্ভূতভাবে জন্ম নিবন্ধন দেওয়ায় ফরিদপুরের চরভদ্রাসনের একটি ইউনিয়ন পরিষদের আইডি স্থগিত করেছে স্থানীয় সরকার বিভাগ। আর সেই অপরাধে দোষী সাব্যস্ত করে এক উদ্যোক্তাকে নিয়ম বহির্ভূত ভাবে অব্যহতি দিয়েছে ইউপি চেয়ারম্যান।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ৯ জুলাই ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়জিত ডিডিএলজি বরাবর আবেদন করেছেন উদ্যোক্তা সাইমুল ইসলাম (৩৮)। এ ঘটনাটি ঘটেছে জেলার চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন ইউনয়ন পরিষদে।

তিনি চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বৈকুন্ঠ সরকারের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক ফকিরের ছেলে। সাইমুল জানান, আমি চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে ২০১৯ সাল থেকে উদ্যোক্তা হিসেবে কাজে যোগ দেই। সর্বশেষ গত ২০২২ সালে পুনরায় চুক্তবদ্ধ হয়ে অদ্যবধি কাজ করতেছিলাম।

প্রতিকার চাওয়া উদ্যোক্তা সাইমুল ইসলামের আবেদন সূত্রে জানা যায়, চলতি বছর ফেব্রয়ারী মাসে চরভদদ্রাসন উপজেলার চরভদ্রাসন ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আলেপ মন্ডল রাকিব মোল্লা নামে এক ব্যক্তিকে তার ওয়ার্ডের অন্তর্ভূক্ত হাজিডাঙ্গী গ্রামের বাসিন্দা উল্লেখ করে একটি প্রত্যয়নপত্র প্রদান করেন। তার তথ্যের ভিত্তিতে রাকিবের জন্ম নিবন্ধনের একটি আবেদন করেন উদ্যোক্তা সাইমুল ইসলাম। নিয়ম অনুযায়ী আবেদনটি ইউপি সচিব জামায়েতুল ইসলাম গ্রহন করেন ও ইউপি চেয়ারমান আজাদ খান নিবন্ধক হিসেবে আবেদনটির অনুমোদন দেন। রাকিব মোল্লার জন্মনিবন্ধন নম্বর ২০০৪২৯৩২১১৯১৩৬৯৮২। পরবর্তীতে জানা যায়, রাকিব মোল্লা চরভদ্রাসনের বাসিন্দা নন, একই জেলার পাশের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের বাসিন্দা মো. কাউসার মোল্লার ছেলে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ৯ জুলাই ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়জিত ডিডিএলজি বরাবর আবেদন করেছেন উদ্যোক্তা সাইমুল ইসলাম (৩৮)।

সাইমুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন দেওয়া রকিব মোল্লার প্রকৃত ঠিকানা গোপন করে প্রত্যয়ন প্রদান করেন ইউপি সদস্য আলেপ মন্ডল। একপর্যায়ে এ বিষয়টি স্থানীয় সরকার বিভাগ অবগত হন এবং ইউনিয়ন পরিষদের আইডিটি স্থগিত করেন। এর প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আজাদ খান গত ৭ মে আমাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেন। সাইমুল ১২ মে এ কারণ দর্শানো নোটিশের জবাব দেন।

তিনি আরো বলেন, ইউপি সদস্যের প্রত্যয়নের ভিত্তিতে আবেদন করায় আমি এ জন্ম সনদ দিয়েছি। ওই জবাব দেওয়ার পর ইউপি চেয়ারম্যান আজাদ খান আর কোন নোটিশ না দিয়ে গত ৩ জুলাই আমাকে উদ্যোক্তা হতে অব্যাহতি দিয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের সকল প্রকার যন্ত্র ও পণ্য বুঝিয়ে দিতে বলেন।
তবে সাইমুলের দেওয়া কাগজ চুক্তিপত্র পরীক্ষা করে দেখা যায়, উদ্যোক্তা হিসেবে নিয়োগ প্রদান বা অব্যাহতি প্রদানের এখতিয়ার রয়েছে শুধুমাত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা জেলা প্রশাসকের।

প্রত্যয়ন পত্র দেওয়ার বিষয়ে ইউপি সদস্য আলেপ মন্ডল বলেন, তিনি রাকিবকে চেনেন না। তার (রাকিব) প্রত্যয়ন পত্রে তিনি স্বাক্ষর করেছেন কিনা কিংবা ভোটার হাল নাগাদ করার সময় কিভাবে কে কে যে স্বাক্ষর করেন তা তিনি মনে করতে পারছেন না।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, সদর ইউপির উদ্যোক্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এ বিষয়ে আমি অবগত না। এমনকি বিষয়টি কেউ আমাকে জানাননি।

ইউএনও বলেন, একজন উদ্যোক্তাকে ইউএনও অথবা জেলা প্রশাসকের অনুমোদনক্রমে অব্যাহতি দেওয়া যেতে পারে। চুক্তিপত্র অনুযায়ী ইউপি চেয়ারম্যান উদ্যোক্তাকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখেন না।

তবে ইউএনও বক্তব্যের ভিন্নমত পোষণ করে ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, ‘‘যেহেতু সাইমুল আমার প্রতিষ্ঠানে বা আমার অধীনে কাজ করেন, কাজেই তাকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার বা ক্ষমতা আমারও আছে।”

ইউপি সদস্যদের প্রত্যয়ন পত্র দেওয়ার অধিকার নেই উল্লেখ করে ইউপি চেয়ারমান আজাদ খান বলেন, এজন্য আমরা উদ্যোক্তাদের কাছে ইউনিয়নের আইডি পাসওয়ার্ড দিয়ে রাখি। তবে অনেক সময় তারা (উদ্যেক্তারা) পয়সা খাওয়ার জন্য এ জাতীয় অন্যায় কাজ করে থাকেন যার কারণে তাদের বিপদে পড়তে হয়।

‘গোপালগঞ্জের একজন নিরহ সাধারণ মানুষও যেন হয়রানি না হয়’ — নাহিদ ইসলাম 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৪০ পিএম
‘গোপালগঞ্জের একজন নিরহ সাধারণ মানুষও যেন হয়রানি না হয়’   — নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের একজন নিরহ সাধারণ মানুষও যেন হয়রানি না হয়। কিন্তু হামলাকারী মুজিববাদী সন্ত্রাসীরা যেন ছাড় না পায়। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টার দিকে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তারা বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে এসে পৌঁছান। পরে দুপুরে খাওয়া-দাওয়া শেষে মঞ্চে ওঠেন এনসিপি নেতারা।

নাহিদ বলেন, ‘আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করা হবে। আমরা আবারও গোপালগঞ্জে যাবো। যত বাধা আর হামলা হক, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের পদযাত্রা চলবেই।’

এনসিপির ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ প্রমূখ।

‘রাতের ভোটের মাধ্যমে আ’লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে’ — আক্তার হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৩৭ পিএম
‘রাতের ভোটের মাধ্যমে আ’লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে’   — আক্তার হোসেন

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দোসরেরা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের মুখে দাঁড় করাতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩ টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় ফরিদপুর শহরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, এনসিপির ফরিদপুরের সমন্বয়কারী সৈয়দা নিলীমা দোলা ও কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক প্রমুখ।

ফরিদপুর পদযাত্রায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ প্রমূখ।

প্রসঙ্গত, ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে মঞ্চে নেতাকর্মীরা আসতে শুরু করে। খুলনা থেকে সকালে রওনা হয়ে দুপুর দেড়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়ী বহর নিয়ে ফরিদপুর শহরে প্রবেশ করে সরাসরি ফরিদপুর সার্কিট হাউজে যান। সেখান থেকে দুপুর ২ টার দিকে পদযাত্রা নিয়ে কেন্দ্রীয় নেতারা বেলা আড়াইটার দিকে পদযাত্রা সহকারে তারা আলীপুরের মোড়ে ইমামউদ্দিন স্কয়ারে সমাবেশ মঞ্চে গিয়ে বক্তব্য রাখেন। পরে আলীপুরে এনসিপির ফরিদপুর জেলা অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ফরিদপুর শহর নিরাপত্তায় ঢাকা ছিল। এনসিপির পদযাত্রায় পুলিশ, র‌্যাব, কোস্টা গার্ড, বিজিবি, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৩৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫ টার দিকে ‌ অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় ‌সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ‌উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা ‌ শামীম তালুকদার, কে এম জাফর প্রমুখ।

এ সময় বক্তারা সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা গত ১৭ বছর ‌ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। আওয়ামীলীগ সরকার দেশ থেকে চলে গেলেও ষড়যন্ত্রকারীরা এখন ও রয়েছে। তারা দেশে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাইতো সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার কথা বলেন।

এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ‌ জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। এ সময় জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।