ফরিদপুর জেলা স্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ এএম

faridpur protidin
ফরিদপুর জেলা স্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও ছাত্র বৃত্তি প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে এ উপলক্ষে আলোচনা সভা সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকা প্রীতিলতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাইদ হোসেন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- শিক্ষার্থীদের কাজ দুইটি। নিজের শরীর ভালো রাখা আর লেখাপড়া করা। এই দুইটি জিনিস করলে বাকি জিনিসগুলো সাথে সাথে হয়ে যাবে। শরীর ভালো রাখার জন্য খেলাধুলার সুযোগ থাকলে খেলাধুলা করতে হবে । পাশাপাশি সমাজসেবা, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য করেও হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা জুট মিলের ডেপুটি ডিরেক্টর মো. মাহমুদুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রতন কুমার সাহা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এমডি জাহিদ হোসেন, নুরুল ইসলাম কাজল, শামীম জোয়ারদার , আহসান হাবীব, প্রমূখ।
অনুষ্ঠানে মোজাম্মেল হক ছাত্রবৃত্তিতে ৬০ জন শিক্ষার্থীকে এবং সাইয়াদুল, ফজল, রতন স্যার শিক্ষাবৃত্তিতে মোট ২৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array