খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ইনকিলাব ‌মঞ্চের ‌মুখপত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম
ইনকিলাব ‌মঞ্চের ‌মুখপত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব ‌মঞ্চের‌ মুখপত্র ‌শরিফ ওসমান হাদী ‌ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ‌এরশাদ উল্লাহকে সন্ত্রাসীরা‌ গুলিবিদ্ধ করার প্রতিবাদে ‌বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‌জনতা ব্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির ‌আহ্বায়ক ‌অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব ‌একেএম কিবরিয়া স্বপনের পরিচালনায় এ সময় ‌বক্তব্য দেন, ‌মহানগর বিএনপির আহবায়ক ‌এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব মিরাজ হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ‌আফজাল হোসেন খান পলাশ ‌ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ‌যুবদলের সভাপতি রাজিব হোসেন প্রমুখ।

সভায় বক্তারা ইনকিলাব মঞ্চের‌ মুখপত্র ‌শরিফ ওসমান হাদীর ওপর‌ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‌শরিফ ওসমান হাদী ওপরই হামলা করা হয়নি, দেশের ‌গণতন্ত্রের ওপর হামলা করা হয়েছে।‌ তারা অবিলম্বে ‌হামলাকারীদের গ্রেপ্তার করার ‌ জন্য সরকারকে আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ‌নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে; ‌‌আর এ নির্বাচনকে বানচাল করার জন্য দেশে-বিদেশে বসে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা যেকোনো মূল্য ‌এ নির্বাচন‌ বানচাল করতে চায়। ‌কিন্তু তাদের এ প্রত্যাশা ‌পূরণ হবে না।
সমাবেশে বক্তারা চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত ‌সংসদ সদস্য প্রার্থী ‌ এরশাদ উল্লাহর উপরে ‌‌হামলার বিচার চেয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তারা আগামী ২৫ ডিসেম্বর ‌তারেক রহমান ‌এর বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে বলেন, আমরা ফরিদপুর বিএনপি সবাই ঐক্যবদ্ধ আছি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ‌ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ‌সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় ‌ফরিদপুর জেলা ও‌ মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

এহসানুল হক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম
নগরকান্দায় শীতার্তদের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরের নগরকান্দার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাব।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র হিসেবে ৬৫ টি লেপ বিতরণ করা  হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।

নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সফলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এহসানুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- নগরকান্দা পৌরসভার সাবেক কাউন্সিলর শিরিন সুলতানা, নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমান, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা রাজিব কর্মকার, নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, জামিরুল ইসলাম সজল, আহসানুজ্জামান, ফয়সাল হোসেন, পার্থ স্বারথি সাহা, দ্বীন ইসলাম প্রমুখ।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।