ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল!
গুঞ্জন রয়েছে, নৃত্যপরিচালক ডি’কস্তার সঙ্গে পলাশের সম্পর্কের বিষয়টি জানার পর বিয়েটা স্থগিত করেছেন স্মৃতি। এমন খবরের মাঝেই নতুন গুঞ্জন ঘুরছে সামাজিকমাধ্যমে। অভিনেত্রী ম্রুণাল ঠাকুর নাকি প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে!
সেসব পোস্টে আরও বলা হয়েছে, তারকাখ্যাতির কারণে মিডিয়া ও জনসমক্ষে বিষয়টি সামনে এলে সম্পর্কের ওপর যে চাপ সৃষ্টি হতে পারে, তা এড়াতেই তাদের এই সিদ্ধান্ত। তাই জনসমক্ষে বা ইভেন্টে না এসে, তারা মূলত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে অথবা একান্তই দেখা করছেন।
শ্রেয়াস বা ম্রুণাল- কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য করে সত্যতা নিশ্চিত করেননি। এমনকি তাদের কাছের কেউই এ বিষয় নিশ্চিত করেননি।

আপনার মতামত লিখুন
Array