ছাত্রদল কর্মী হত্যায় রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:১১ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন কায়েস, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জোবায়ের, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকান্ডের দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে আমরা আজকের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামে ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যেরকম আন্দোলন করেছি তারই ধারাবাহিকতায় আমরা যে কোন অন্যায়ের প্রতিবাদে সর্বদা জাগ্রত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন অন্যায় মাথা পেতে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। ঢাকায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকান্ডের আমরা সুষ্ঠু বিচার চাই।
দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের প্রতিটি প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। এছাড়া অবিলম্বে জড়িত আসামিদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করার দাবি জানান।
আপনার মতামত লিখুন
Array