খুঁজুন
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ, ১৪৩২

তেরো দিন পরে

ম্যারিনা নাসরীন
প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১২:১৭ পিএম
তেরো দিন পরে

পাটকাঠির ফাতনাটা একটু নড়ে আবার স্থির হয়ে গেছে। এই মুহূর্তে ফাতনার দিকে আবুবকরের মনঃসংযোগ বিড়ালের মতো। কোনোমতেই শিকার হাতছাড়া করতে চায় না সে। মাছ ধরা আবুবকরের শখ নয় বা প্রয়োজনও নয়। বরং বিশেষ বিশেষ সময়ে সে তার কঞ্চির তৈরি ছিপটা নিয়ে এই খালের ধারে এসে বসে। ফাতনার প্রতি গভীর মনঃসংযোগ অন্য সকল ভাবনা থেকে তাকে দূরে রাখে। আধুনিক বিজ্ঞানে এই সিস্টেমকে কী যেন বলে! আবুবকর মনে করতে পারছে না। 

খাল থেকে বাড়ির দূরত্ব মাত্র কয়েক মিটার। পরের বর্ষায় উঠোন পর্যন্ত খালের বিস্তার হয়ে যাবে হয়তো। কোন সরকারের আমলে, কোন চেয়ারম্যান এই খালের উদ্যোক্তা আবুবকর জানে না; কিন্তু বসতবাড়ির এত কাছ দিয়ে কীভাবে একটি খাল প্রবাহিত হতে পারে সেই বিষয়ে গবেষণার বিস্তর সুযোগ ছিল। মোট কথা, তার বাড়ি থেকে খাল এতটাই কাছে যে, লিপি যখন রান্নাঘরে রান্না করে, তখন হাঁড়িপাতিলের টুংটাং শব্দ সে এখানে বসেই শুনতে পায়। আজ তেরো দিন যাবত লিপির জায়গায় গৃহকর্মী খোদেজার পাশাপাশি জুলেখা রাঁধুনি হয়েছে। জুলেখা তার তেরো বছর বয়সী কন্যা। তারই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ‘জুলেখা’ নামটি আবুবকরের রাখা। যদিও এই নামে লিপির ঘোর আপত্তি ছিল। জুলেখা নাকি সেকেলে নাম। ‘লিপিকা’ নামের  তুলনায় সেকেলে বটে! কিন্তু এই নাম আবুবকরের খুব পছন্দ। ‘জুলেখা’ শব্দের অর্থ ‘উজ্জ্বল সৌন্দর্য্য’ বা ‘ন্যায্য’। ছেলেবেলায় পড়া গল্পের প্রিয় নায়িকা জুলেখা। আবুবকরের এখনো মনে আছে, গল্পটির প্রথম লাইন ছিল, ‘জুলেখা বাদশাহর মেয়ে। তার ভারী অহংকার।’

ছিপের ফাতনা মনে হলো আবার নড়ে উঠল। কি মাছ আর হবে! শোল বা  টাকি, বড়জোর মাগুর। একবারই বোয়াল উঠেছিল। নইলে সচরাচর খালি হাতেই ঘরে ফিরতে হয়। আবুবকরের পাশে একটি খোলা মোটা ধরনের বইয়ের পাতা বাতাসে ফরফর করে উড়ছে। মার্কেসের নিঃসঙ্গতার একশ বছর। এই বইটিও তার টেনশনের অন্য আরেকটি দাওয়া! কতবার যে পড়া হয়েছে! এখন আর ধারাবাহিকভাবে পড়ে না। মাঝেমধ্যে হাতে নিয়ে নির্দিষ্ট দুই-এক পাতায় চোখ বুলিয়ে আবার খোলা অবস্থায় রেখে দিচ্ছে। এই পাতাগুলোতে ছত্রে-ছত্রে লাল মার্কারে আন্ডারলাইন করা।

চৈত্র মাস! চোখ-ধাঁধানো রোদের ফাঁকে মরীচিকার খেলা! গনগনে ঠিক দুপুরের সেই হলকা আবুবকরের শরীরকে স্পর্শ করলেও সে ততটা অনুভব করছে না। তার দেহমনের সর্বত্র ভেঙে পড়ার নিঃশব্দ হাহাকারে বাকি কোলাহল তিরোহিত হয়েছে।

আজ নিয়ে তেরোদিন হলো তার স্ত্রী লিপি ওরফে লিপিকা ইসলাম লাপাত্তা। কোথায় গিয়েছে, কী হয়েছে কেউ জানে না। পুলিশ এখনো খোঁজ বের করতে পারেনি। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার কাছে খবর নিয়েছে আবুবকর। কোথাও নেই। কিন্তু লিপিকা কি আসলেই হারিয়েছে নাকি ঘর-সংসার ছেড়ে পালিয়েছে? মানুষ নিখোঁজ হলে খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু যে নিজেই হারায় তাকে খুঁজবে কোথায়?

লিপিকাকে বরাবরই আবুবকর অবাধ স্বাধীনতা দিয়ে রেখেছিল। নিজের পছন্দ-অপছন্দকে কখনো তার ঘাড়ে চাপিয়ে দেয়নি। কিন্তু ধীরে ধীরে লিপিকার কিছু স্বভাব আবুবকরের কাছে খুবই বিরক্তিকর হয়ে ওঠে। বিশেষ করে মোবাইল ফোনের প্রতি তার বাড়াবাড়ি রকমের আসক্তি। কাজের মধ্যে, হাঁটতে-হাঁটতে, খেতে-বসে, সারাক্ষণ মোবাইল স্ক্রল করছে। ছবি তুলছে, ভিডিও করছে আর সেগুলো ফেসবুক, টিকটকে আপলোড করছে। এসব ভিডিওর সব ঠিক শ্লীল সেটা নয়। মন্তব্যের ঘরে মানুষের অনেক ঘিনঘিনে বক্তব্য থাকে যেসব পড়লে মাথা গরম হয়ে যায় আবুবকরের। কিন্তু সে প্রচণ্ড অন্তর্মুখী  নিরীহ স্বভাবের মানুষ। তার ভেতরের ক্ষোভ কান্না কোনোকিছুই বাইরে থেকে দেখা যায় না। তাই কোনোরকম বিরক্তি প্রকাশ না করে সে কয়েকবার মৃদুভাবে বলার চেষ্টা করেছিল যাতে পাবলিকলি এভাবে সবকিছু পোস্ট না করে। লিপিকা অল্প কথার মানুষ এবং ঝামেলাহীন। সে ঘাড় নেড়ে বলেছিল, ‘আচ্ছা।’ কিন্তু ওই পর্যন্তই। সামাজিক মাধ্যমে লিপিকার ছবি নিয়ে কলিগ, আত্মীয়-স্বজন আড়ালে হাসাহাসি করে। বন্ধুরা টিটকারি দিয়ে বলে, ‘কী রে বন্ধু, বউয়ের ভিউ বিজনেস কেমন চলছে?’ এরপরও লিপিকাকে জোর দিয়ে সে কিছু বলতে পারে না! এমনিতে  লিপিকা ঝগড়াটে স্বভাবের স্ত্রী নয়।
সন্তান-সংসারের প্রতি তার দায়িত্ব-মায়াও কম নেই। ঝকঝকে ঘরবাড়ি, স্বাস্থ্যবান ফুটফুটে দুটো সন্তান, তাদের সাংসারিক সুখ নিয়ে কারো সন্দেহ করার কারণ নেই। কিন্তু এত গোছালো ঝকঝকে ঘরবাড়ির কোথাও আবুবকরের স্বস্তি নেই। একটা অদৃশ্য কাঁটা সারাক্ষণ শরীরে বিঁধে আছে। যার যন্ত্রণা সে নিজে ছাড়া কারো টের পাওয়ার কথা নয়, পায়ও না।

লিপিকার সঙ্গে আবুবকরের বয়সের ফারাক প্রায় দশ বছরের। আবুবকর যে বছর উপজেলা সদরের সবচেয়ে নামকরা স্কুলে গণিতের শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করলো, সে-বছরেই লিপিকার সঙ্গে তার বিয়ে হয়। লিপিকার বাবা স্থানীয় বেশ প্রভাবশালী পয়সাওয়ালা ব্যবসায়ী। আর আবুবকর অভিভাবকহীন হা-ঘরের ছেলে। চাকরি আর টিউশনি ছাড়া আয়ের কোনো রাস্তা নেই। বিয়ের পরে আবুবকর জানতে পারে, লিপিকা বখাটে কোনো মাদকাসক্ত ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। বিবাহ ছাড়াই কিছুদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। পরিশেষে মেয়েকে উদ্ধার করে শ^শুরমশাই আবুবকরের গলায় ঝুলিয়ে দিয়েছেন। বিয়ের পর সেই বখাটে ছেলের মোবাইলে হুমকির পরিপ্রেক্ষিতে থানায় জিডিও করতে হয়েছিল আবুবকরকে। কিন্তু এ-বিষয়ে আবুবকর কখনোই লিপিকে কিছু জিজ্ঞেস করেনি বা অভিযোগ করেনি। একাই সেই গরল মনে-মনে হজম করেছিল। কি দরকার অশান্তি বাড়িয়ে!

অতীতকে লুকাতে বা অন্য কোনো কারণে যুগল জীবনের প্রথম দিন থেকেই লিপিকাও তার চারপাশে একটা অদৃশ্য দুর্ভেদ্য দেয়াল তুলে রেখেছিল। সেটা ভেদ করা আবুবকরের পক্ষে কখনো সম্ভব হয়নি। হয়তো এ-কারণেই তারা দুজন কেউ কারো কাছে ততটা পরিচিত নয় যতটা হলে একে অপরের প্রচ্ছদজুড়ে বিরাজ করতে পারে।

আজ শুক্রবার। জুমার আজান হচ্ছে। গোসল সেরে মসজিদে যাওয়া দরকার; কিন্তু আবুবকরের একদমই ইচ্ছে করছে না। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের সীমা নেই মানুষের। লিপিকে নিয়ে তাদের হরেকরকমের মশলাদার প্রশ্নে জেরবার হয়ে যায় আবুবকর। সে জানে, মুখের মুখোশটা খুলে পড়লে দেখা যাবে ভেতরটাতে তারা পৈশাচিক আনন্দে  ফেটে পড়ছে। আল্লাহর ঘর তাদের বিরত রাখতে পারে না। কয়েকদিন যাবত স্কুলে কলিগদের কাছ থেকেও সে পালিয়ে বেড়াচ্ছে। ক্লাসের প্রতিটি ছাত্রকে মনে হয় তার দিকে তাকিয়ে মুচকি হাসছে, তারা চোখে চোখে একে অপরকে বলছে, ‘হে হে স্যারের বউ পালিয়ে গেছে।’ মানুষ যখন বাজার করে ঘরে ফেরে সেইসময় আবুবকর চোরের মতো বাজারে যায়। মোটকথা, মানুষকে তার বড় ভয়। তার মনে হয়, পরিচিত-অপরিচিত প্রতিটি মানুষ লিপির যাওয়ার গোপন তথ্যটি জেনে গেছে। তারা খবর পেয়ে গেছে, লিপি আসলে হারায়নি, পালিয়ে গেছে। অথচ আবুবকর ছাড়া লিপির গোপন বিষয়টি বাইরের কেউ কখনো আঁচ করতেই পারে না। কারণ বাইরের মানুষের কাছে লিপি ঘোর সংসারী। স্বামী-সন্তান নিয়ে সুখে থাকা একজন আমনারী। আবুবকর বুঝতে পারে, মানুষ সম্পর্কে সে

বেশি-বেশি ভাবছে। হয়তো তারা সত্যি লিপি হারিয়ে যাওয়ার ব্যথায় ব্যথিত হয়েই উদ্বেগ প্রকাশ করে।

লিপিকা মোবাইল ফোনে ভার্চুয়াল একটা জীবন তৈরি করে নিয়েছিল। সেই জীবনে তার আরেক ধরনের

ঘর-সংসার। আবুবকর কখনো স্ত্রীর মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করে না। একদিন আবুবকরের মোবাইলে সমস্যা থাকায় লিপির ফোনটি ব্যবহার করতে হয়েছিল। কী মনে করে সেদিন সে লিপিকার মোবাইলে ফেসবুক টিকটক ইত্যাদি সাইটে ঢুকে পড়ে। কিছুক্ষণ স্ক্রল করে আবুবকরের মাথা ঝিমঝিম করতে থাকে। ভেতরে ভেতরে লিপি এতটাই পার্ভার্ট! ও কি সেক্সুয়ালি আনহ্যাপি? কখনো মনে হয়নি তার। ঘৃণায় ফোন ছুড়ে ফেলে দিয়েছিল আবুবকর। সেদিনের পর থেকে লিপিকার ব্যাপারে সে পুরোপুরি ভাবলেশহীন হয়ে গিয়েছিল এবং সেই থেকে তাদের মাঝের দূরত্বও যেন সর্বগ্রাসী হয়ে ওঠে।

আচমকা হাতে ধরা ছিপে প্রচণ্ড টান পড়ে। ফাতনা পানির নিচে তলিয়ে গেছে। শক্তিশালী কিছু ছিপকে টেনে নিতে চাইছে। আবুবকরের ভেতর-বাইরের মৌন শব্দগুচ্ছ মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সে চিৎকার করে ডাক দেয়, ‘জুলেখা, আরিব দেখে যা।’ যাদের ডাকা হচ্ছে তারা বাড়ি থেকে সেই ডাক  শুনতে পেল কি না সেদিকে নজর না দিয়ে আবুবকর  ছিপ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। ঢাউস সাইজের বোয়াল মাছটি বড়শি গিলে ছিপের সঙ্গে শূন্যে ঝুলতে ঝুলতে ভেঙেচুরে মুক্তি পেতে চাইছে। সে শরীরের সমস্ত শক্তি এক করে ছিপটিকে ঘুরিয়ে মাছটিকে ডাঙায় ফেলে দেয়। পানির অভাবে মাছটি তড়পাতে থাকে। অদ্ভুত দৃষ্টিতে মাছটিকে দেখছে আবুবকর। তার চোখ মৃত মাছের মতো ভাবলেশহীন মনে হলেও সূক্ষ্মভাবে খেয়াল করলে বোঝা যায় চোখের তারায় তার জান্তব সুখ খেলা করছে। মাছ নয়, সামনে সে লিপিকাকে মৃত্যুযন্ত্রণায় তড়পাতে দেখছে। ‘বাবা! কী দেখছ?’ জুলেখার শান্ত কণ্ঠ আবুবকরের মুখে চপেটাঘাত করে। মনে হতে লাগে মেয়ে বুঝি তার উল্লাসের কথা জেনে গিয়েছে। থতমত খেয়ে বলে, ‘এত বড় বোয়াল মাছ আগে কখনো দেখেছিস?’ এর চেয়েও বড় বোয়াল মাছ আগে অনেকবার দেখেছে জুলেখা। নানা কিনে এনেছেন কতবার! বাবা জানে সেটা। বাবাই হাত দিয়ে মাছ স্পর্শ করা শিখিয়েছে। ধীরস্থির গম্ভীর বাবার এই বাড়াবাড়ি প্রগলভতা স্বাভাবিক নয়, সেটা বুঝতে পারে সে। ঘাড় নেড়ে বলে, ‘না, দেখিনি।’

‘আচ্ছা আরিব কই? ওকে দেখছি না যে!’

‘ও ইকবালের সঙ্গে খেলছে।’

‘আচ্ছা যা তো মা একটা বালতি নিয়ে আয়। আচ্ছা

থাকুক, খোদেজাকে আনতে বলি।’

‘না বাবা আমি যাচ্ছি।’

জুলেখা বাড়ির দিকে যাচ্ছে। ওর হাঁটার গতি এত ধীর যে পায়ের নিচের পাতারাও মনে হয় ওর পায়ের স্পর্শ টের পাচ্ছে না। এই তেরো দিনে তেরো বছরের মেয়েটির বয়স আরো তেরো বছর বেড়ে গিয়েছে। ঝরনার মতো কলকলে ঝলমলে  মেয়েটি যেন শান্ত দীঘি, যেখানে ঢিল ছুড়লেও ঢেউ ওঠে না। ও কি ওর মায়ের গোপন বিষয়গুলো জানতো? কে জানে! মায়ের সম্পর্কে তেমন কোনো প্রশ্ন করে না জুলেখা।

আরিবের বয়স আট বছর। সে দু-একদিন মাকে খুঁজলেও এখন তেমন কিছু বলে না। ওকে বোঝানো হয়েছে মা ট্রিটমেন্টের জন্য ঢাকায় মামার বাসায় আছে। ডাক্তার তাকে রেস্টে থাকতে বলেছেন।

খোদেজা ময়মশলা মাখিয়ে বোয়াল মাছ ভাজছে। রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে আবুবকর নানা ইন্সট্রাকশন দিতে থাকে। এরপর ভাজা মাছ রান্না হবে। আবুবকর বলে, ‘খোদেজা, ঝোল কিন্তু মাখামাখা হবে বুঝতে পেরেছ? আর মশলা বেশি করে দাও। মানে ঝাল-ঝাল।’

খোদেজা অদ্ভুত দৃষ্টিতে আবুবকরের দিকে তাকায়। আবুবকরের সঙ্গে খোদেজার তেমন কথা হয় না! গম্ভীর মানুষ, খোদেজা ভয় পায়। আবুবকরও ঘর-গৃহস্থালির বিষয়ে কখনো মাথা ঘামায় না। আহা বউ হারিয়ে মানুষটা কেমন হয়ে গেছে! খারাপ লাগে খোদেজার। বলে, ‘জি খালুজান।’ একটু থেমে আবার বলে, ‘খালুজান, খালাম্মার কুনু খুঁজ পাইলেন?’ আবুবকর বলে, ‘আরে, চলে আসবে তোমার খালাম্মা। বাচ্চাদের রেখে কতদিন থাকবে?’

খোদেজা আবার অবাক হয়, চলে আসবে মানে কী?

রান্না শেষে টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে খোদেজা। মেয়ের অপেক্ষায় টেবিলে বসে আছে আবুবকর। জুলেখা তার নিজের ঘরে। বাবা অনেকবার ডাকার পরেও সে কোনো জবাব দেয়নি। আরিব মাছ খায় না। সে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। মাকে নিয়ে সে আপাতত ভাবছে না। নতুন যে গেমস শিখেছে, সেটার বিষয়েই সে মহাউৎসাহে বাবাকে বোঝাচ্ছে। আবুবকর ছেলের কথা হাসিমুখে শুনছে কিন্তু তার মনোযোগ আসলে টেবিলে রাখা বোয়াল মাছের বিশাল হা করা মাথাটির দিকে। আবুবকরের মনে হয়, এটি একটি অনিশ্চিত অন্ধকার গুহা। যেদিকে আবুবকর প্রবলবেগে ধাবিত হচ্ছে। চট করে চোখ সরিয়ে নেয় আবুবকর। বেশ উচ্চৈঃস্বরে ডাক দেয় মেয়েকে, ‘জুলেখা আসছ না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাবে।’ নাহ জুলেখার সাড়া নেই।

আবুবকর আর একটু অপেক্ষা করে জুলেখার ঘরে যায়। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে মেয়ে। ওর চোখ মোবাইলের দিকে। সেটা তো সবসময় থাকে। কিন্তু আবুবকর দেখলো জুলেখার চোখ থেকে পানি পড়ছে টপটপ করে। সে দ্রুত তার হাত থেকে মোবাইলটা নিজের হাতে নেয়। জুলেখা বাবার দিকে তাকায় না।

এটি লিপির পুরনো মোবাইল। আবুবকর দেখলো স্ক্রিনে একটি ভিডিও চলছে। কোনো একটি বিচে একজন সুদর্শন পুরুষের হাত ধরে হাঁটছে লিপি। ভিডিওতে প্রচণ্ড সুখী দেখাচ্ছে ওদেরকে। আবুবকর মোবাইলটি বিছানায় রেখে মেয়ের দিকে তাকায়। জুলেখা আগের মতোই মুখ নিচু করে আছে। তবে এখন সম্ভবত চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে। আবুবকর খাবার টেবিলে গিয়ে বোয়াল মাছের মাথাটি পাতে তুলে নেয়। এখন সে মাথাটিকে চিবিয়ে চিবিয়ে তৃপ্তিসহকারে খাচ্ছে।

দুই

বারবার নিষেধ সত্ত্বেও সবজিওয়ালা তিনটা বেগুনের মধ্যে একটা বেগুন ঠিকই পচা ঢুকিয়ে দিয়েছে। রুই মাছের পেট ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। জীবনে প্রথমবারের মতো আজ কাঁচাবাজারে গিয়েছিল সুরাইয়া। রাস্তার ভ্যান থেকে পটোল, কাঁচামরিচ কেনা আর শান্তিনগরের মতো বাজারে

মাছ-মুরগি কেনার মধ্যে ঢের তফাৎ কে জানতো! কাদাপানিতে মাছের বাজার থিকথিক করছে। বিচিত্র রকমের দুর্গন্ধে শরীর গুলিয়ে উঠেছিল। কোনোরকম গা বাঁচিয়ে সুরাইয়া বাজার থেকে বেরিয়ে আসে।

বাজারের কাজ সবসময় হাফিজই করে। সুরাইয়াকে কখনো মাছের বাজারে যেতে হয়নি; কিন্তু আজ তেরোদিন হলো হাফিজ লাপাত্তা।  তিনদিন আগেই মাছ-তরিতরকারি শেষ। তাতে সুরাইয়ার কোনো সমস্যা নেই, কারণ হাফিজ নিখোঁজ হওয়ার দিন থেকে তার খাওয়া-দাওয়া প্রায় বন্ধ। কিন্তু আব্দুল্লাহকে তো খাওয়াতে হবে। দুদিন যাবত ছেলেটার উথাল-পাথাল জ্বর। জ্বরের ঘোরে বাবা বাবা করে চিৎকার করে। মাছ ভাজা ছাড়া সে কিছুই মুখে নেয় না। অগত্যা পাশের বাসার ভাবিকে আব্দুল্লাহর  কাছে রেখে তাকে বাজারে যেতে হলো।

তেরো দিনের নিরন্তর শ্রান্তিতে সুরাইয়ার শরীর-মন কিছুই চলে না। হাফিজ কোথায় কী অবস্থায় আছে কোনো খবরই পাচ্ছে না সে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অফিসের কলিগ সবাই ওর খোঁজে লেগে আছে। পুলিশও চেষ্টা করছে। একজন জলজ্যান্ত মানুষ আচানক কীভাবে হারিয়ে যায়! নাকি হাফিজ নিজেই হারিয়েছে?

শ্বাস আটকে আসে সুরাইয়ার। মাত্র একজন মানুষের অভাবে পৃথিবীটা জনশূন্য হয়ে পড়েছে। হাসি-আনন্দ
রোদ-বৃষ্টি কোনোকিছুর অস্তিত্ব সে অনুভব করছে না। চারপাশ যেন নির্জন আর রংহীন এক অশরীরী বলয়।

বহুত কাহিনি করে হাফিজের সঙ্গে সুরাইয়ার বিয়ে হয়েছিল।  এই তেরো দিনে সুরাইয়ার মনে সেসব কাহিনি ফের জাগরূক হয়ে উঠেছে। পাক্কা তিন বছর প্রেম ছিল তাদের। সব প্রেমের মতো তাদের প্রেমেও ছেলেমানুষি ছিল, পাগলামি ছিল। জীবন দিয়ে দেবে তবুও কেউ অন্য কারো হবে না – এমন কমিটমেন্টে ভরপুর ছিল তাদের ব্যক্তিগত বক্স। তবে এসব ক্ষেত্রে সুরাইয়া যত না পাগল ছিল, তারচেয়ে বেশি পাগলামি ছিল হাফিজের। ঘুমাতে যাওয়ার সময় সুরাইয়া, ঘুম থেকে উঠে সুরাইয়া! সুরাইয়া নামের জপমালা তৈরি করে নিশিদিন সেই নামেই জপ করত। মাঝেমধ্যে হাফিজের এই পাগলামিতে সুরাইয়ার দমবন্ধ হয়ে আসতো। অন্যদিকে প্রিয় পুরুষের কাছ থেকে পলে পলে নৈবেদ্য পেয়ে সে নিজেকে দেবী ভাবতে শুরু করেছিল। প্রেম তো একেই বলে! এই প্রেম শেষ করার ক্ষমতা কি ঈশ্বরের হাতেও আছে?

কিন্তু কে জানতো, সময় বড় ভয়ংকর খেলিয়ে। কখন কাকে সে কি খেলা দেখায় বোঝা মুশকিল! একদিন যাকে ছাড়া জীবনকে নিতান্তই বেসুরো আর মরুভূমির মতো নিষ্করুণ মনে হয়, যে-মানুষটি রংধনুর সবকটি রং নিয়ে জীবনে বিরাজ করে সেইজনই হয়তো একদিন সব রং নিজ হাতে ধুয়ে-মুছে দিয়ে নির্দ্বিধায় চলে যায়।

সে যাই হোক, সুরাইয়া সবে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে। হাফিজ জেলা শহরের সরকারি একটা কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ে। সেই সময় সুরাইয়ার বড়ভাই আওলাদ একদিন কোনোভাবে ওদের প্রেমের খবর জেনে যায়। তার থেকে বাবা-মা, কাকা, সবাই। সুরাইয়ার পরিবারের কারো কল্পনাতেও ছিল না, তাদের লক্ষ্মী মেয়েটা এমন ধুন্ধুমার প্রেম করতে জানে। সেদিনই তারা পারিবারিক মিটিং বসায়। সেখানে সিদ্ধান্ত হয়, যেভাবেই হোক এই মেয়েকে ছ-মাসেই পরের ঘরে পার করতে হবে। নইলে সমাজের সামনে তাদের বংশের মুখে চুনকালি মাখাবে। যা বলা সেই কাজ। এলাকার ঘটকের সঙ্গে মুহূর্তে ফোনে যোগাযোগ করে ফেলেন কাকা। বোবা-কানা, লুলা, যেমনই হোক একজন পাত্র চাই, তাদের মেয়ে বিয়ে দেবেন। সুরাইয়া ফান্দে পড়ে যায়। হাফিজের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। ফোন মায়ের আলমারিতে তালাবদ্ধ। একেক জায়গা থেকে একেক ধরনের পাত্রের খোঁজ আসে আর তাদের সামনে সুরাইয়াকে সং সাজিয়ে বসিয়ে রাখা হয়। এভাবেই একদিন তার বিয়েও ঠিক হয়ে গেল। পাত্র কোনো সরকারি অফিসের কেরানি। উপরি ভালোই পায়। বাবা-মায়ের একমাত্র সন্তান। গ্রামে প্রচুর জমিজিরেতের মালিক। আর কি চাই! হোক না কেরানি! সরকারি চাকরি তো সোনার হরিণ। এমন হরিণ জামাই পাওয়াও ভাগ্যের। বিয়ের তারিখ পড়েছে। আর মাত্র পনেরো দিন বাকি। জোরেশোরে তার আয়োজন চলছে। বাবা-ভাইয়ের মুখে বিজয়ের আকীর্ণ হাসি।

সুরাইয়া কিচ্ছু বলে না। চুপচাপ সব মেনে নেয়। সে জানে এই বিয়ে তার হবে না। হাফিজ কোনোভাবেই হতে দেবে না। ভালোবাসার মন্ত্রেই সুরাইয়া জেনেছিল হাফিজ সুরাইয়াকে পেতে সবকিছু করতে পারে। হলোও তাই। হাফিজ অন্য কোথাও সুরাইয়াকে বিয়ে হতে দেয়নি। অন্য কোনো উপায় না পেয়ে সে সুইসাইড অ্যাটেম্প করেছে। তার মৃত্যুর জন্য সুরাইয়ার পরিবারকে দায়ী করে পাশে লিখে রেখেছে বিশাল সুইসাইড নোট। হাফিজকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। এসবকিছু অবশ্য সুরাইয়া পরে শুনেছে। সুইসাইডের বিষয়টিও ছিল স্ক্রিপ্টেড।

বিয়ের তিনদিন আগে গভীর রাতে বসার ঘরে সুরাইয়ার ডাক পড়ল। ঘরে ঢুকে দেখলো একদিকে হাফিজ আর তার পরিবারের লোকজন বসে আছে, অন্যপাশে সুরাইয়ার বাবা কাকা আর ভাইয়েরা। ঘরে ঢুকতেই হাফিজের চোখে চোখ পড়ে সুরাইয়ার। সেই চোখে সুরাইয়ার জন্য একটাই বার্তা, ‘ভয় নেই, আমি আছি।’

বাবা মাথা নিচু করে বসে আছেন। ভাইয়েদের চোখে রাগ, হতাশা। মা নেই ঘরে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই পরিবারে নারীদের অবশ্য গণ্য করা হয় না। তাদের মূল কাজ হেঁসেল ঠেলা। কাকা গম্ভীর মুখে সুরাইয়ার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘ইনারা তোমার সঙ্গে হাফিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এই বিয়েতে আমাদের কারো মত নেই। তারা তোমার মতামত জানতে চান। তুমি কি এই বিয়েতে রাজি আছো?’

সুরাইয়া হাফিজের মুখের দিকে তাকায়। কিন্তু হাফিজের চোখ অন্যদিকে। সে জানে হাফিজ কেন তার থেকে দৃষ্টি সরিয়ে রেখেছে, সুরাইয়া নির্দ্বিধায়  জবাব দেয়, ‘জি, আমি এই বিয়েতে রাজি।’  ঘরে পিনপতন নীরবতা। বড় দুই ভাই গজগজ করতে করতে উঠে চলে গেল। হাফিজ চকিতে সুরাইয়ার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। সুরাইয়া সবার অলক্ষে হাসি ফিরিয়ে দেয়। বাবা এত সময় কোনো কথা বলেননি। এবার ধীরে-ধীরে বলেন, ‘আপনারা কাজি ডেকে আনেন। এখনই বিয়ে হবে।’

‘জি, এখনই? সেটা কীভাবে সম্ভব? আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। বরং সুবিধামতো একটা তারিখ ঠিক করি। আত্মীয়স্বজনকে জানাতে হবে তো।’  হাফিজের বাবা কাঁচুমাচু করে বলার চেষ্টা করলেন।

‘আমি মেয়ে বিয়ে দিচ্ছি না। তার কবর দিচ্ছি। বাড়িতে বউ নিয়ে আপনারা আত্মীয়-স্বজন খাওয়ান। আমাদের আত্মীয়দের এত সময় নেই।’

বাবা মেয়েকে কবর দিচ্ছেন? এই বাবাকে সুরাইয়া চেনে।  এখনই বিয়ে দেওয়ার মানেও সে জানে। কবরই বটে! আচমকা তার প্রচণ্ড খারাপ লাগতে শুরু করে। মনে হয় ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। হাফিজ বা বাবা কারো কাছেই সে থাকবে না। কিন্তু আদতে তার কিছুই ঘটে না। বরং মাত্র এক হাজার এক টাকা কাবিনে দুই ঘণ্টার মধ্যে হাফিজের সঙ্গে সুরাইয়ার বিয়ে হয়ে যায়। যে-বাড়িতে সে উনিশ বছর কাটিয়েছে সেই বাড়ি থেকে বিদায়ের মুহূর্তে তার সামনে কেউ ছিল না। বাবা ঘরে ছিটকিনি তুলে বসে ছিলেন। কাকা তার বাড়িতে। ভাইয়েরা কোথায় ছিল জানে না সুরাইয়া। শুধু বাবার ঘর থেকে মায়ের কান্নার আওয়াজ ভেসে আসছিল। সেই রাতেই বাবা-মায়ের সঙ্গে সুরাইয়ার শেষ দেখা। এরপর কখনোই না।

দশ বছর হলো সে বাবা-মায়ের পরিবার থেকে একদম বিচ্ছিন্ন। মাঝেমধ্যে খুব কষ্ট হলেও হাফিজ তাকে সব ভুলিয়ে রেখেছিল। নানা ফন্দি করে মা এবং ভাইদের সঙ্গে সে ফোনে যোগাযোগ করিয়ে দিয়েছিল। মায়ের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হয় সুরাইয়ার। ভাইদের সঙ্গে মাঝেমধ্যে কথা হয়। কিন্তু কেউ সুরাইয়ার সঙ্গে দেখা করতে রাজি নয়, কারণ বাবা তাদের পবিত্র কোরআন শরিফ ছুঁইয়ে প্রতিজ্ঞা করিয়েছেন। বাবা সুরাইয়ার সঙ্গে কথা না বললেও সে বাবার কণ্ঠ শুনতে বেশ কয়েকবার বিভিন্ন নম্বর থেকে ফোন করেছে। বাবা ‘হ্যালো, কে? কে?’ বলে ফোন কেটে দেন। সুরাইয়ার চোখ গলে পানি আসে কিন্তু সেও সে ভুলে যায় হাফিজের কারণে।

চমৎকার কাটছিল তাদের যুগল জীবন। হাফিজ টিউশনি করে নানাভাবে প্রথম তিন বছর সংসার চালিয়েছে। তার পরিবারও যথেষ্ট সহযোগিতা করেছে। এরপর তো হাফিজ একটা চাকরিও জুটিয়ে ফেলে। ইন্টারমিডিয়েট পাশ করার পরপরই সুরাইয়ার কোলজুড়ে আসে ছেলে আব্দুল্লাহ। সুরাইয়া তখন সুখের জোয়ারে ভাসছে। এমন দায়িত্বশীল স্বামী, দেবশিশুর মতো সন্তান, এই সুখের রাজ্যে দুঃখের ছিটেফোঁটা আসার সম্ভাবনা কোথায়? কি হবে পড়ালেখা করে!

তার ভাবনায় ভুল কিছু ছিল না। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু বছরখানেক ধরে হাফিজের মধ্যে আচানক পরিবর্তন দেখতে পায় সুরাইয়া। সেই পরিবর্তন এত সূক্ষ্ম যে সরাসরি অভিযোগ করার মতোও নয়। হাফিজ সংসারে থেকেও যেন সংসারে নেই। কেমন আলগা আঠার মতো লেগে থাকা যাকে বলে। সুরাইয়া হাফিজের আগপাশতলা চেনে। বিন্দু পরিমাণ পরিবর্তন তার দৃষ্টি এড়ায় না। সে বুঝতে পারে হাফিজ ব্যালান্স করার খুব চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টাও সুরাইয়ার চোখে ধরা পড়ে যায়।

বিশ্রী একটা অবস্থা। চোখে চোরাবালি পড়লে যেমন চোখ খচখচ করে কিন্তু বালু খুঁজে পাওয়া যায় না তেমনটি। আগের মতোই সে প্রতিদিন কিছু না কিছু বাজার করে ঘরে ফিরছে, আগের মতোই উইকেন্ডে একসঙ্গে বাইরে খেতে যাচ্ছে, আগের মতোই আব্দুল্লাহর সঙ্গে খেলছে; কিন্তু সবকিছুতে কোথাও একটা ফাঁকি চলছে।

গত ক-মাসে মোবাইলের প্রতি ভয়াবহ অ্যাডিকশন তৈরি হয়েছিল হাফিজের। মুহূর্তের জন্য সেটি হাতছাড়া করতে চায় না। বিশেষত সুরাইয়া মোবাইল ধরতে গেলেই হাহা করে ছুটে আসে। যেটা সে আগে কখনো করেনি। সে বুঝতে পারে মোবাইলটাই হাফিজের গোপন নথি। সুরাইয়া বরাবরই কম কথা বলার মানুষ। কোনো লুকোছাপার ধার ধারে না। একদিন হাফিজের কাছ থেকে ঠান্ডা গলায় মোবাইল চেয়ে নেয়। তার মুডের সামনে হাফিজ কোনো কথা বলার সাহসই পায়নি। কিছু সময় মোবাইল ঘেঁটে সুরাইয়া বুঝতে পারে, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আর মানুষের মন তো উড়াল পাখি। কখন কার জন্য উড়াল দেয় কে জানে? এক নারীর সঙ্গে হাফিজের বহু অন্তরঙ্গ ছবি, টেক্সটের আদান-প্রদান, ভিডিও কলের হিস্ট্রি। সুরাইয়ার চোখ জ্বলে উঠেছিল। মাথায় আগুন ধরে গিয়েছিল। মোবাইল মেঝেতে ছুড়ে ফেলে দিয়েছিল। তারপর পায়ের নিচে ফেলে প্রচণ্ড আক্রোশে খণ্ড খণ্ড করে ফেলেছিল।

এরপর হাফিজের সঙ্গে প্রায় পনেরো দিন কথা বলেনি। হাফিজ সুরাইয়ার পা পর্যন্ত জড়িয়ে ধরে বলেছিল, ‘মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। ওই মহিলার সঙ্গে জাস্ট মজা করেছি। আর কখনো এমন হবে না তোমার কসম।’ সুরাইয়া মাফ করে দিয়েছিল।  ধীরে ধীরে  আবার সবকিছু মনে হয়েছিল স্বাভাবিক হয়ে গেছে। সুরাইয়া বরং নিজের বাড়াবড়ির জন্য লজ্জাই পেয়েছিল। হাফিজ ওই নারীটিকে সুরাইয়ার সামনেই ব্লক করে দেয়। সেও মাস তিন আগের কথা।

কিন্তু হাফিজ আসলেই কোথায় গেল? নাকি কোনো বিপদে পড়েছে? এই শহরে কত কত মানুষের গুমের খবর আসে! কিন্তু ওর তো কোনো শত্রু নেই! নানা ধরনের দুশ্চিন্তায় আতঙ্কিত হয়ে ওঠে সুরাইয়া। বিভিন্ন জায়গায় ফোন করে আপডেট নেয়। কিন্তু কারো কাছে কোনো খবর নেই। জ্বরে আব্দুল্লাহর শরীর পুড়ে যাচ্ছে। ছেলেটা বাবার খুব ন্যাওটা। বাবাকে ছেড়ে দুদিন থাকার অভ্যাস তার নেই। সেখানে আজ তেরো দিন হলো বাবাকে দেখে না। স্কুলের গেটে মাকে দেখে আগে প্রশ্ন করে, ‘মা, বাবা এসেছে? বাবা এতদিন অফিসের কী কাজ করে?’ সুরাইয়া জবাব দেয় না। আব্দুল্লাহ ঘ্যানঘ্যান করতে করতে একসময় চুপ হয়ে যায়। সুরাইয়া বলেছিল বাবা চট্টগ্রাম গিয়েছে অফিসের কাজে। ওর কেবল ছয়। সবকিছু বোঝে না আবার একদম অবুঝ তো নয়। বাবা চট্টগ্রামে গেলে ফোন কেন বন্ধ রেখেছে? আব্দুল্লাহকে ফোন করছে না কেন? নানা প্রশ্ন।

আব্দুল্লাহর শরীর মুছে দিয়ে ওর পাশেই ঘুমিয়ে পড়েছিল সুরাইয়া। ফোনের রিংটোনে ঘুম ছুটে যায়। বান্ধবী ডালিয়ার ফোন। কানে ধরতেই ওপাশ থেকে ডালিয়ার উত্তেজিত কণ্ঠ, ‘সুরাইয়া মেসেঞ্জারে একটা ভিডিও লিংক দিয়েছি, দ্রুত দেখ।’

মেজাজ খারাপ হয় সুরাইয়ার। এখন কি রিলস, ভিডিও এসব দেখার অবস্থা আছে সুরাইয়ার? ধমক দিতে গিয়ে দেখলো ডালিয়া ফোন কেটে দিয়েছে। মেসেঞ্জারে টিকটকের একটা ভিডিও পাঠিয়েছে ডালিয়া। সুরাইয়া ভিডিওতে ক্লিক করে।

ভিডিওটি চলছে আর তার প্রতি মুহূর্ত সুরাইয়া গিলছে। সেই নারীর আইডি। যে নারীটিকে হাফিজ তার সামনেই ব্লক করেছিল। কোথায় এই জায়গা? কক্সবাজার নয়। সম্ভবত সেইন্ট মার্টিন। কি সুন্দর আর মনোরম! বেহেশতের মতো। হাফিজের সঙ্গে সে কতবার সেইন্ট মার্টিন যেতে চেয়েছে! নানা ঝামেলায় যাওয়া হয়নি। নীল টি-শার্টে হাফিজকে ভীষণ সুন্দর লাগছে! মহিলাটির পরনে নীল সাদা কম্বিনেশনের জর্জেট শাড়ি। দুজন হাত ধরে বিচে হাঁটছে। ওদের খুব সুখী দেখাচ্ছে। মোবাইলটি পাশে রেখে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে শুয়ে থাকে সুরাইয়া। আব্দুল্লাহ জ্বরের ঘোরে ‘বাবা’ বলে কেঁদে ওঠে।  বহুদিন পর সুরাইয়াও আব্দুল্লাহর মতো করে বুকভরে ডাক দেয়, ‘বাবা’।

ভাঙ্গায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটুনিতে যুবকের মৃত্যু, মালিকসহ সবাই পলাতক

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম
ভাঙ্গায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটুনিতে যুবকের মৃত্যু, মালিকসহ সবাই পলাতক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পিটুনিতে রাজ্জাক মাতুব্বর (৪০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর কেন্দ্রটির মালিক মিজানুর রহমানসহ সেখানে কর্মরত সবাই পালিয়ে গেছে। এ ঘটনার জেরে নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা রোগীরা ক্ষোভে ফেটে পড়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামের ‘আলোর দিশা’ নামের ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত রাজ্জাক মাতুব্বর ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের মৃত ছামাদ মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সিদ্ধান্তে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তাকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৯টার দিকে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্জাকের স্বজনদের ফোন করে জানানো হয়, তিনি গুরুতর অসুস্থ। দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে স্বজনরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রাজ্জাকের মরদেহ দেখতে পান।

খবর ছড়িয়ে পড়লে নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী উত্তেজিত হয়ে ওঠে। তারা কেন্দ্রের ভেতরে জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং চিৎকার–চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস, রোগীদের স্বজন এবং সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

নিহতের স্বজনদের অভিযোগ, নিরাময় কেন্দ্রের কর্মীরা রাজ্জাককে নির্যাতন করে হত্যা করেছে। তারা দাবি করেন, রাজ্জাক সুস্থই ছিলেন, কিন্তু শারীরিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর কেন্দ্রের মালিক ও কর্মীরা পালিয়ে যাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়েছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, পিটুনিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাচনের মাঠে জামায়াতসহ ১০ দলীয় জোট: প্রধানমন্ত্রী প্রার্থী কে?

তাফসীর বাবু
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম
নির্বাচনের মাঠে জামায়াতসহ ১০ দলীয় জোট: প্রধানমন্ত্রী প্রার্থী কে?

বাংলাদেশে বরাবরই কোনো একজন শীর্ষ নেতাকে সামনে রেখে রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটে এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ২২শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং দলগুলো ব্যস্ত সময় পার করছে।

এই নির্বাচনে প্রার্থী প্রায় দুই হাজার। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে। একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা। অন্যদিকে জামায়াত ও ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো।

বিএনপি, গণতন্ত্রমঞ্চ, গণঅধিকার পরিষদসহ যে জোট হয়েছে, সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্বেও আছেন তারেক রহমান।

বিপরীতে জামায়াতসহ ১০ দলের যে জোট হয়েছে, সেখানে একক কোনো নেতৃত্ব নেই। বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে।

এই জোটে ১০ দলের মধ্যে জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন––এই পাঁচটি দল ইসলামপন্থি।

বাকি পাঁচটি দল হলো–– জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, আমার বাংলাদেশ বা এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

বিভিন্ন ধরনের ১০টি দল একসঙ্গে এলেও কীসের ভিত্তিতে ঐক্য হলো সেটা স্পষ্ট নয়। এই ঐক্যের উদ্দেশ্য কী, আদর্শিক ভিত্তি কী সেটা নিয়েও কোনো রূপরেখা নেই, বক্তব্য নেই।

এছাড়া এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবেন, সেটাও নির্ধারিত হয়নি। ফলে অস্পষ্ট নেতৃত্ব এবং দলীয় রূপরেখা নিয়ে এই জোট নির্বাচনের মাঠে বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, তা নিয়ে সংশয় আছে অনেকের মধ্যে।

নেতা সামনে রেখে প্রচারণার রীতি

বাংলাদেশের রাজনীতির দল বা জোটগুলো অনেকটা ঐতিহ্যগতভাবেই একজন শীর্ষ নেতাকে সামনে রেখেই ভোটের যুদ্ধে মাঠে নামে।

একসময় আওয়ামী লীগ সামনে রেখেছে শেখ মুজিবুর রহমানকে। পরে যখন শেখ হাসিনা দলের হাল ধরেন, তখন তার নেতৃত্বেই দল এগিয়েছে। জোট হলে সেই জোটের নেতৃত্বে থেকেছেন শেখ হাসিনা।

পরবর্তীকালে বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত একই চিত্র দেখা গেছে।

এমনকি জাতীয় পার্টির ক্ষেত্রেও দলটি নির্বাচনের সময় সামনে রেখেছিলো হুসেইন মোহাম্মদ এরশাদকে।

এবারের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সামনে রেখেছে তারেক রহমানকে। কিন্তু ১০ দলীয় ঐক্যে এভাবে একক কোনো নেতৃত্ব সামনে রাখা হচ্ছে না।

এতে করে যে প্রশ্ন উঠছে–– এই জোট যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন?

দশ দলের নির্বাচনী ঐক্য গঠনের আগেই অবশ্য এই প্রশ্ন উঠেছিলো। বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জোট গঠনের আগেই এর সুরাহা করার কথা তোলা হয়। যদিও সেটা নিয়ে পরে আর আলোচনা এগোয়নি।

পরবর্তীকালে ইসলামী আন্দোলন অবশ্য আদর্শিক ও রাজনৈতিক বিভিন্ন কারণ দেখিয়ে ঐক্যপ্রক্রিয়া থেকেও বেরিয়ে যায়

তবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর জোটে জামায়াতের গুরুত্ব এবং প্রভাব আরো বেড়েছে। দলটি এককভাবে ২১৫টি আসন নেওয়ার পর এটা স্পষ্ট হয়েছে যে জোটের মূল শক্তি জামায়াত।

ফলে, ঘোষণা না হলেও এই জোটে জামায়াতই এখন অঘোষিত নেতৃত্বে, যেটা দলগুলোর বক্তব্যেও পরিষ্কার হয়।

তাহলে কি জামায়াতের শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী প্রার্থী–– এমন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা -এসব নিয়ে দলগুলার মধ্যে কোনো আলোচনা হয়নি।

“এখানে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা স্পিকার বা এ ধরনের পদ পেলে সেখানে কে বসবেন তা নিয়ে আলোচনা হয়নি। সাধারণত, ধরে নেওয়া হয় যে দলের বেশি সংসদ সদস্য জয়ী হোন, তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান,” তিনি বলেন।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে জামায়াত একাই লড়ছে ২১৫টি আসনে। এরপরেই আছে এনসিপি, দলটির প্রার্থী মাত্র ৩০টি আসনে।

১০ দলীয় ঐক্য প্রক্রিয়ায় শেষ সময়ে যুক্ত হয়েছে এনসিপি। নিজ আগ্রহে জোটে যুক্ত হওয়ার পর দলটি নেতৃত্ব কিংবা নির্বাচনে জিতলে কে কোন পদে বসবে, সেসব নিয়ে দরকষাকষির সুযোগ পায়নি। আবার এসব ইস্যুতে নিজেদের চাহিদা জানানোর মতো অবস্থাতেও নেই দলটি।

অন্য দলগুলোও বাস্তবতা দেখে জামায়াতের নেতৃত্বের কথাই বলছে।

“জামায়াত দুই-তৃতীয়াংশের বেশি আসনে নির্বাচন করছে। কাজেই এখানে প্রধান্য বা মুখ্য ভূমিকা তাদেরই। যদি আপনি বিএনপি জোটে বড় দল হিসেবে বিএনপির শীর্ষ নেতাকে ধরেন, তাহলে আমাদের জোটেও বড় দল আছে। সেই দলের নেতাও তো একজনই আছে,” বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

কিন্তু জামায়াত এক্ষেত্রে কী বলছে?

দলটি অবশ্য নেতৃত্বের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না। বিশেষ করে জামায়াতের একক নেতৃত্ব বা প্রাধান্য নিয়ে এর আগে ইসলামী আন্দোলনের আপত্তির নজির থাকায় জামায়াত চায় নির্বাচনের পরই এর সুরাহা হবে।

“নির্বাচন হয়ে গেলে পরে যাদের সঙ্গে সমঝোতা হয়েছে, তারা কে কতটি আসন পেয়েছে সেটা দেখা যাবে। তখন সেটার ভিত্তিতেই শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। তবে দলের পক্ষ থেকে আমরা তো আমাদের শীর্ষ নেতাকেই সামনে রাখবো,” বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

১০ দলের আদর্শিক ভিত্তি কী?

বাংলাদেশের ইসলামপন্থি দলগুলোর নির্বাচনী জোটের প্রক্রিয়া শুরু হয় বছরখানেক আগে, মূলত এই দলগুলোর ভোট এক বাক্সে আনার কথা বলে।

শুরুতে ইসলামপন্থি পাঁচটি দল জোটের প্রক্রিয়া শুরু করলেও পরে সেখানে ধর্মভিত্তিক নয়, এমন দলগুলোও যুক্ত হয়।

শেষপর্যন্ত গত সপ্তাহে জানানো হয় ১০ দলের এই নির্বাচনী ঐক্যের কথা যেখানে ইসলামী আন্দোলন যোগ দেয়নি।

তবে নির্বাচনী ঐক্য হওয়ার পর গত একসপ্তাহে দলগুলো ব্যস্ত থেকেছে মূলত আসন ভাগাভাগি নিয়ে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলামপন্থি এবং ইসলামপন্থি নয় এরকম বিভিন্ন দল নিয়ে এই যে জোট গঠিত হলো, তার আদর্শিক ভিত্তি আসলে কী?

এক্ষেত্রে দলগুলো জুলাই স্পিরিটের কথা বলছে।

“আমাদের ঐক্যের সূচনাটা হয় মূলত ঐকমত্য কমিশন থেকে। সেই সময় এই দলগুলোর বক্তব্য ছিল অনেকটা একই রকম। আমরা সবাই সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, আধিপত্যবাদবিরোধী অবস্থান নিয়েছি। এই বিষয়গুলোতেই ঐক্যপ্রক্রিয়ায় থাকা সব দল একমত। কোনো ভেদাভেদ নেই,” বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও বলেন, এই জোটের ঐক্যে সূত্র হচ্ছে “জুলাই স্পিরিট ধারণ, ইনসাফভিত্তিক রাষ্ট্রগঠন এবং আধিপত্যবাদবিরোধী অবস্থান”।

শরিয়া আইন নিয়ে অবস্থান কী?

ইসলামপন্থি দলগুলোর ভোট এক বাক্সে আনার কথা যখন উঠেছিল, তখন সেই দলগুলোর কোনো কোনো নেতা ইসলানি বা শরিয়া আদর্শভিত্তিক রাষ্ট্রগঠনের কথাও বলেছেন।

কিন্তু পরবর্তীকালে এই জোটে এনসিপি, এবি পার্টির মতো ধর্মভিত্তিক নয়, এমন দলগুলোও যুক্ত হয়। ফলে জুলাই সনদে একমত থাকলেও এই জোট শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, নাকি প্রচলিত রাষ্ট্রব্যবস্থাকেই গ্রহণ করবে সেটা নিয়ে প্রশ্ন ওঠে।

জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অবশ্য দাবি করেন, শরিয়া রাষ্ট্র গঠন করা হবে এমন কথা জামায়াত বা অন্য দলগুলো বলছে না।

তিনি বলেন, “ক্ষমতায় গেলে জামায়াত যে ইসলামি রাষ্ট্র করবে এমনটা তারা কিন্তু বলেনি। কারণ তারা সেই জায়গা থেকে বের হয়ে সবগুলো দল মিলে কিন্তু গণতান্ত্রিক জায়গায় এসেছে, জোট করেছে”।

কিন্তু তাহলে ধর্মভিত্তিক দলগুলো কি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ থেকে বের হয়ে এসেছে?

এই প্রশ্ন উঠছে, কারণ গত সপ্তাহে ঐক্য প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আগে এই কারণটিকেই সামনে এনেছিলো ইসলামী আন্দোলন।

যদিও জামায়াতসহ ইসলামী দলগুলো অবশ্য সেটা নাকচ করছে।

“যার যার আদর্শ, যার যার রাষ্ট্রকল্প, যার যার রাজনৈতিক দর্শন, তার তার কাছে অটুট আছে, অক্ষুণ্ন আছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশটাকে সবার আগে ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়তে চাই,” বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইসলামপন্থি দলগুলো বলছে, তাদের শরিয়া বা ইসলামি আইনভিত্তিক রাষ্ট্রের ধারণা আছে। কিন্তু বাস্তবায়ন তারা হঠাৎ করে করতে চান না। “জনগণকে প্রস্তুত করে ধাপে ধাপে এটা হবে” বলেন মামুনুল হক।

একই রকম কথা বলছে জামায়াতও। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “এখন তো দেশে বিদ্যমান একটা আইন আছে। যে দলই জিতুক, কালকে গিয়েই তো সে সব আইন বদলাতে পারবে না। তার জন্য একটা প্রসিডিউর (প্রক্রিয়া) এর মধ্য দিয়ে যেতে হবে। সংসদ লাগবে।

“যারা সংখ্যাগরিষ্ঠ হবে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্টান্ডিং দরকার হবে। মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য ক্ষতিকর নয় -এমন সকল বিধান আমরা অ্যালাউ করবো। তো এটাতো ইসলামও অ্যালাউ করে” বলেন মি. পরওয়ার।

তথ্য সূত্র : বিবিসি বাংলা

ফরিদপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম
ফরিদপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় মো. আরিফ শেখ (৩৯) নামে এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিশেষ আইনে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর সেনা ক্যাম্প।

সেনা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল কিষাণহাট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মো. আরিফ শেখকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে ‘দৈনিক ঘোষণা’ পত্রিকার প্রতিনিধি দাবি করেন। তবে পরবর্তীতে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হেনস্তা ও চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেন তিনি। আটক আরিফ শেখ গোয়ালচামট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে সেনাবাহিনীর অভিযানে মো. জহির মোল্যা (৪১) নামে আরেক ভুয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক জহির মোল্যা ও আরিফ শেখ ফরিদপুরের একটি ভূঁইফোড় সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত।