নিজের নির্বাচনী ব্যানার-ফেস্টুন আগুনে পুড়ালেন ফরিদপুরের এমপি প্রার্থী রায়হান জামিল
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর ঘাটে নিজস্ব উদ্যোগে একটি অভিনব ও দৃষ্টান্তমূলক কাজ সম্পন্ন করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশ পাওয়ার পর তিনি নিজেই তাঁর নির্বাচনীক সামগ্রী অপসারণ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, “নির্বাচন কমিশনের প্রতি যথাযথ সম্মান রেখে তাদের নির্দেশনা মানতেই আমি আমার সব নির্বাচনী ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরিয়ে ফেলেছি। পরিবেশ দূষণ ঠেকাতে এবং জনগণের সামনে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে আমি সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি।”
এ ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকে এ উদ্যোগকে নির্বাচন কমিশনের বিধিবিধান মানার একটি সচেতন দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেছেন।

আপনার মতামত লিখুন
Array