নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নগরকান্দায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের নগরকান্দায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণের কর্মীরা।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) এ কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় উপজেলার পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মবিরতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে ৩৩ হাজার ৭১০ জন পরিবারকল্যাণের কর্মী কর্মরত আছে। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
এছাড়া, মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছে। অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি। একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় ২৬ বছর ধরে ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
জানা গেছে, ইতিপূর্বে কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি তারা পালন করে আসছে, তাও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি।
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের জন্য তাদের এক দাবি—প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চায়। দাবি আদায় না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফরিদপুরের নগরকান্দায় কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের প্রথম দিনে উপস্থিত ছিলেন- পরিবারকল্যাণ পরিদর্শিকা ফারজানা আলী, পরিবারকল্যাণ পরিদর্শক সজীব এহসান, পরিদর্শক মেহেদী সাগর, পরিবারকল্যাণ সহকারী রাকিবা আক্তারী, আবিদা সুলতানা, টিয়া দাস, রিক্তা আক্তার প্রমুখ।

আপনার মতামত লিখুন
Array