ফরিদপুরের কুমারি পূজায় অসুর বিনাশের আহ্বান এ.কে. আজাদের
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে উদযাপিত হলো কুমারি পূজা। হাজারো দর্শণার্থী ও ভক্তদের সামনে সেখানে সমাজের শুভ শক্তির ঐক্যে অসুর বিনাশের আহ্বান জানান ফরিদপুর সদর আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গা উৎসবে মহা অষ্টমির সকালে প্রতিমায় অঞ্জলি নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার দিকে কুমারি দেবী আসনে অধিষ্টিত হন। ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণীর ছাত্রী শহরের চর কমলাপুর এলাকার বাসিন্দা অস্মি মজুমদার কুমারীদেবী ছিলেন। দেবী হিসাবে তার নাম ছিল কুব্জা। উৎসবমূখর এই অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সদস্য এ.কে. আজাদ, জেলা বিএনপির সভাপতি মোদাররেস আলী ইছা, রামকৃষ্ণ মিশনের মহারাজ সুরবরানন্দ প্রমূখ।
এসময় আমাদের সকল শুভ শক্তিকে ঐক্যবদ্ধ থেকে অসুর বিনাশের আহ্বান জানিয়ে এ.কে. আজাদ বলেন, দেবী দুর্গা প্রতিবছরের ন্যায় এবারও শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগাতে এসেছেন। কিন্তু প্রতিমা বিসর্জনের পর আমরা সেই প্রেরণা থেকে দূরে সরে যাই, আবার হই অসুরের সহযোগী। সকল অশুভ শক্তিকে অসুরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা পারে অশুভ শক্তিকে বিনাশ করতে, সমাজ থেকে সকল অন্যায় অনাচার দূর করতে এবং নারীর প্রকৃত মর্যাদা ফিরিয়ে দিতে।
রামকৃষ্ণ মিশনের কুমারী পূজা দেখতে আগত সাত হাজার দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থার ঘোষণা দেন তিনি।এছাড়াও সোম মঙ্গল ও বুধ টানা তিন দিনের পূজা মন্ডপ পরিদর্শনে মধ্য দিয়ে তিনি ফরিদপুর সদরের ২ শত পূজা মন্ডপে ২০ হাজার করে টাকা অনুদান প্রদান করেন।
মঙ্গলবার দিনব্যাপী ফরিদপুর সদরের কৈজুরী ও গেরদা ইউনিয়ন এবং ফরিদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন এ. কে. আজাদ ও তার সফর সঙ্গীরা। এর আগের সোমবারও দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তারা। এ সময় পূজা মন্ডপ গুলোতে হিন্দু সম্প্রদাসহ সমাজের সকল শ্রেণির সাধারণ মানুষ সমবেত হন এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মতামত লিখুন
Array