ফরিদপুরে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ধর্ষণের পর এক নারীকে (৪৯) হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাত তিনটার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেমানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোমরেজ খালাসী (সাবেক ইউপি সদস্য) ও তার দুই সহযোগী পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মোমরেজ ও তার দুই সহযোগী গভীর রাত পর্যন্ত ওই নারীর বাড়িতে গিয়ে একটি দোচালা টিনের ঘরে আড্ডা দেন এবং তাকে ওই ঘরে ডেকে নেন। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে মোমরেজ তাকে অন্য ঘরে রেখে পালিয়ে যান।
ওই নারীর নাতনি বলেন, ‘নানির অসুস্থতা দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মোমরেজ খালাসী পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, নিহতের স্বামীর তিনজন স্ত্রী ছিলেন। ওই নারী তার তৃতীয় স্ত্রী। মোমরেজ খালাসীর সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানিয়েছে প্রতিবেশীরা। সেই সূত্রে মোমরেজ মাঝে মধ্যে ওই বাড়িতে যেতেন এবং রাতেও অবস্থান করতেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের পরই আসল ঘটনা জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন
Array