ফরিদপুরে হিফজুল কোরআন প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ
রাশেদুল হাসান কাজল, ফরিদপুর
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪১ পিএম

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের গোয়ালচামট জেলা ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগীতার বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপের তিন জন করে নয় জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনটি গ্রুপের ক- গ্রুপে প্রতিযোগীরা কোরআনের ২০ পাড়া, খ- গ্রুপে ২০ পাড়া এবং গ- গ্রুপে ১০ পাড়া সহি, শুদ্ধ, মুখস্ত পড়ার প্রতিযোগীতা হয়।
জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলান আবুল কালাম আজাদ, জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি কামরুজ্জামান। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন, জেলা মডেল মসজিদের খতিব মাওলানা তবীবুর রহমান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন
Array