বোয়ালমারীতে যৌথ অভিযানে ছয় লাখ টাকার ইয়াবা জব্দ, মাদক কারবারি পলাতক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুনুর রহমান ওরফে ‘বাবা মামুন’ পালিয়ে গেলেও তার বাড়ি থেকে দুই হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের উজিরপুর এলাকায় মামুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির শয়ন কক্ষের আলমারিতে সংরক্ষিত ১১ প্যাকেটে থাকা ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুনুর রহমান ওরফে ‘বাবা মামুন’ বোয়ালমারী ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তার বাড়িতে ইয়াবার বড় চালান মজুদ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে যায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষাধিক টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামুনুর রহমান ওরফে বাবা মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে সেনা ক্যাম্প সূত্র জানায়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পলাতক মামুনুর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
Array